ফেইসবুকে খারাপ ভিডিও বন্ধ করার উপায়। How to block facebook 18+ video

ফেইসবুকে খারাপ ভিডিও বন্ধ করার উপায়। How to block facebook 18+ video .
ফেইসবুকে খারাপ ভিডিও বন্ধ করার উপায়। How to block facebook 18+ video 

আসসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই??আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
ফেসবুক আমরা সকলেই ব্যাবহার করি।এই ফেসবুক ব্যাবহার করতে গিয়ে আমাদের সবাইকেই প্রায় সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হয়।ফেসবুক ব্যাবহার করার সময় হটাৎ করেই অনেক খারাপ ভিডিও আমাদের সামনে চলে আসে।যা আমাদের অনেক বিব্রত করে।

আবার আমাদের বাসায় ছোট্ট বাচ্চারা মোবাইল ফোন ব্যাবহার করে ,তাদের সামনেও অনেক সময় এসব ভিডিও চলে আসে।যার ফলে তাদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে।
এখন কথা হচ্ছে আমরা এটি কিভাবে বন্ধ করবো?
চলুন আজকে আমি আপনাদের দেখাবো 

কিভাবে ফেইসবুকে খারাপ ভিডিও আসা বন্ধ করবেন।

নিচের দেখানো পদ্ধতি অনুসরণ করুন -----

এর জন্য প্রথমে আপনাকে ফেসবুক এর অ্যাপটি ইন্সটল করে সেটাতে আপনার ফেসবুক আইডি টি লগইন করে নিতে হবে।
তারপর স্ক্রীনশট ফলো করুন।
প্রথমে কর্নারে দেখানো জায়গায় ক্লিক করুন।

এর পর Settings & privacy থেকে Settings এ ক্লিক করুন।

এখন news feed এ ক্লিক করুন।

এখন Reduce এ ক্লিক করুন।

এখন আপনি যদি চান যে low quality content না আসুক তবে আপনি low quality content এখানে ক্লিক করুন।

এখন Reduce more করে দিন। ব্যাস কাজ শেষ।

এখন খারাপ ভিডিও বন্ধ করার জন্য Sensitive Content এখানে ক্লিক করুন।

Reduce more করে দিন,,এবং okতে ক্লিক করুন।

এখন খারাপ ভিডিও আসা বন্ধ হয়ে যাবে। তবে সম্পূর্ণ বন্ধ হবে না। তবে কমে যাবে। এই অপসন টি অনেকটা চাকনার মতো কাজ করবে। আশা  করি বিষয়টি বুজতে পেরেছেন। 
ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে কথা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই  থাকবেন। এবং কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 
সবাইকে অসংখ্য ধন্যবাদ। 



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
🚦📌📌টেলিকিট২৪.কম কোনো ফাইল স্ক্যান বা তৈরী করে না।আমরা যেসব ফাইল শেয়ার করি সেগুলো আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। আমাদের টিম সেগুলো সংগ্রহ করে আপনাদের জন্য শেয়ার করে। আমাদের ওয়েবসাইটে শেয়ার করা কোনো কন্টেন্ট সম্পর্কে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোনো প্রকার আপত্তি থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের মেইল করার ঠিকানা romanuzzaman@outlook.com🔅If any objections for our content, please email us directly: romanuzzaman@outlook.comFollow Us