কিভাবে ফেসবুক বা মেসেঞ্জারের ডিলিট হয়ে যাওয়া Conversation ফিরিয়ে আনবেন। How to recover facebook conversation.


আসসালামুআলাইকুম,
আশা করি আল্লাহর রহমতে ও দয়ায় সকলে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

Telekiit24 প্রতিদিন আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে।যা আপনাদের বিভিন্ন বিষয় এ জানতে অনেক বেশি সাহায্য করে থাকে।
প্রতিদিনের মত আজকেও আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য চলে এসেছি।আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে messenger এ ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনবেন।

আরো পড়ুন -

আমরা ফেসবুক মেসেঞ্জার প্রায় সকলেই ব্যাবহার করি।বর্তমান সময়ে ফেসবুক একটি খুবই গুরুত্বপূর্ণ সোসিয়াল মিডিয়া প্লাটফরম।আর মেসেঞ্জার হচ্ছে ফেসবুক এর একটি মেসেজিং সিস্টেম।মেসেঞ্জার এর সাহায্যে আমরা খুব সহজে অতি দ্রুত আমাদের বন্ধু বান্ধব,কাছের মানুষ বা প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারি।

কিন্তু অনেকসময় চ্যাট করার পর আমরা টা ডিলিট করে ফেলি।কিন্তু পরবর্তীতে আমাদের সেই ডিলিট হয়ে যাওয়া মেসেজ টি দেখার প্রয়োজন হতে পারে।কিন্তু সেটি আমরা আর দেখতে পারি না।
তায় আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া মেসেজ,ছবি,বা ভিডিও ফিরিয়ে আনবেন।চলুন শুরু করা যাক,,,,

কাজটি করার জন্য প্রথমেই আপনাকে ফেসবুক এ চলে আসতে হবে।ফেসবুক এ আসার পর আমার দেখানো পন্থায় কাজ করুন,,,।
প্রথমে দেখানো যায়গায় ক্লিক করুন ।

তার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস এ প্রবেশ করুন।

সেটিংস এ যাওয়ার পর একটু নিচে নামলেই দেখতে পাবেন download your information এখানে ক্লিক করুন।

এরপর continue বাটন এ ক্লিক করুন।
এখন Request a download এ ক্লিক করুন।

এখন আপনার ফেসবুক একাউন্ট ও আপনার পেজ গুলো দেখাবে,, যে একাউন্ট থেকে আপনি messege recover করবেন সেটি সিলেক্ট করে নেক্সট বাটন এ ক্লিক করুন।

এর পর Select types of information এ ক্লিক করুন।

এবং messages সিলেক্ট করে নেক্সট করুন।

Date range এ আপনি কত দিনের মেসেজ দেখতে চান সেটি সিলেক্ট করে দিন।


এর পর submit request এ ক্লিক করুন।

এখন আপনার ফাইল টি রেডি হতে একটু সময় নিবে,,এটুকু সময় আপনাকে অপেক্ষা করতে হবে।ফাইল রেডি হলে আপনাকে একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে।

নোটিফিকেশন আসলে নোটিফিকেশন এ ক্লিক করে ডাউনলোড বাটন এ ক্লিক করুন।

এবং আপনার পাসওয়ার্ড দিন।
পাসওয়ার্ড দিলে ফাইল টি ডাউনলোড হওয়া শুরু হবে।
ফাইল টি zip আকারে ডাউনলোড হবে,,এটিকে Extract করুন।


এখন আনজিপ ফোল্ডার এ প্রবেশ করুন।
এবং Your Activities এ প্রবেশ করুন।

এর পর messages এ প্রবেশ করুন।

এখন inbox এ প্রবেশ করুন

এই ফোল্ডার এর ভিতরে আপনার সিলেক্ট করা সময়ে আপনি যাদের সাথে চ্যাট করেছেন সেই আইডি গুলা দেখতে পাবেন।

যে মেসেজ টি দেখতে চান সেই ফোল্ডার এ ক্লিক করুন।

এখন মেসেজ এ ক্লিক করুন ।এবং ফাইল টি যেকোনো একটি নোটপ্যাড এ ওপেন করুন,নোট প্যাড না থাকলে chrome ব্রাউজার দিয়ে দেখতে পারবেন।

তাহলেই তার সাথে আপনার মেসেজ গুলা দেখতে পাবেন।

আপনি চাইলে photos ফোল্ডার এ ঢুকে তার সাথে শেয়ার করা ফটো গুলাও দেখতে পারবেন।

আশা করি বিষয়টি সকলেই বুজতে পেরেছেন।
এরকম আরো নতুন নতুন টিপস এবং ট্রিকস পেতে আমাদের সাথেই থাকুন। 


আমার অন্নান্য পোস্ট -

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে কথা হবে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
🚦📌📌টেলিকিট২৪.কম কোনো ফাইল স্ক্যান বা তৈরী করে না।আমরা যেসব ফাইল শেয়ার করি সেগুলো আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। আমাদের টিম সেগুলো সংগ্রহ করে আপনাদের জন্য শেয়ার করে। আমাদের ওয়েবসাইটে শেয়ার করা কোনো কন্টেন্ট সম্পর্কে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোনো প্রকার আপত্তি থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের মেইল করার ঠিকানা romanuzzaman@outlook.com🔅If any objections for our content, please email us directly: romanuzzaman@outlook.comFollow Us