যে কারো আইডি কার্ড অনলাইন এ চেক করুন। nid card check। nid service bangladesh এনআইডি কার্ড যাচাই করুন। nid check
আসসালামু আলাইকুম,,
কেমন আছেন সবাই,,নিশ্চয় সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন।আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্ব পূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো।আমরা বিভিন্ন প্রয়োজনে অনেকের nid কার্ড নিয়ে থাকি। যেমন,বাসা ভাড়া দেয়ার সময় সিকিউরিটি জন্য nid card নিয়ে থাকি।এখন কথা হচ্ছে আইডি কার্ড টি আসল নাকি নকল টা আমরা সহজে বুঝতে পারি না।আবার কিভাবে nid card check করে তা আমরা অনেকেই জানি না।যেহেতু বর্তমান সময় টাই সবকিছুই নকল।অনেকে খারাপ উদ্দেশ্য হাসিল করার জন্য নকল আইডি কার্ড দিয়ে থাকে।কিন্তু আমরা সেটা বুঝতে পারি না।
তাই আজকে আমি আপনাদের কে দেখাবো কিভাবে যে কারো nid check করে খুব সহজেই আসল নাকি নকল সেটা বের করা যায়।
চলুন কিভাবে nid card check করে তা দেখি।
1.nid card check করার জন্য প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করব।আমি ক্রম ব্যবহার করছি।
তারপর "ibas অটোমেটেড চালান" লিখে সার্চ করুন।
নিচের ছবির মতো সাইট এ আপনাকে নিয়ে যাবে।
6.nid check করার পর যদি nid সঠিক হয় তাহলে নিচের মত ইনফরমেশণ আসবে।
আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন।
পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
অনেক সুন্দর পোস্ট
Nice post
good post