যে কারো আইডি কার্ড অনলাইন এ চেক করুন। nid card check। nid service bangladesh এনআইডি কার্ড যাচাই করুন। nid check

আসসালামু আলাইকুম,,
কেমন আছেন সবাই,,নিশ্চয় সকলে আল্লাহর রহমতে অনেক ভাল আছেন।আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্ব পূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো।আমরা বিভিন্ন প্রয়োজনে অনেকের nid কার্ড নিয়ে থাকি। যেমন,বাসা ভাড়া দেয়ার সময় সিকিউরিটি জন্য nid card নিয়ে থাকি।এখন কথা হচ্ছে আইডি কার্ড টি আসল নাকি নকল টা আমরা সহজে বুঝতে পারি না।আবার কিভাবে nid card check করে তা আমরা অনেকেই জানি না।যেহেতু বর্তমান সময় টাই সবকিছুই নকল।অনেকে খারাপ উদ্দেশ্য হাসিল করার জন্য নকল আইডি কার্ড দিয়ে থাকে।কিন্তু আমরা সেটা বুঝতে পারি না।

তাই আজকে আমি আপনাদের কে দেখাবো কিভাবে যে কারো nid check করে খুব সহজেই আসল নাকি নকল সেটা বের করা যায়। 


চলুন কিভাবে nid card check করে তা দেখি। 

1.nid card check করার জন্য প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করব।আমি ক্রম ব্যবহার করছি। 

তারপর "ibas অটোমেটেড চালান" লিখে সার্চ করুন।

2.তারপর ছবিতে দেখানো সাইট এ প্রবেশ করুন।

নিচের ছবির মতো সাইট এ আপনাকে নিয়ে যাবে।
3.এখন ১ নম্বর এ যে কোনো একটি সিলেক্ট করুন।
তার নিচের টাতেও যে কোনো একটি অপশন সিলেক্ট করুন।
4.এবার ৩ নম্বর এ ব্যাক্তির উপরে ক্লিক করুন।
5.এখন এখানে যে nid card যাচাই করতে চান তার নম্বর ও জন্ম তারিখ দিন।
তার পর check nid উপরে ক্লিক করুন। 

6.nid check করার পর যদি nid সঠিক হয় তাহলে নিচের মত ইনফরমেশণ আসবে।

আর নকল nid হলে ইনফরমেশন আসবে না,অথবা nid card এর সাথে তথ্যের মিল থাকবে না।


আশা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন।
পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
Next Post
3 Comments
  • Tricks and Tips
    Tricks and Tips 18 October 2023 at 16:06

    অনেক সুন্দর পোস্ট

  • Sonia Akter
    Sonia Akter 22 October 2023 at 18:11

    Nice post

  • Anonymous
    Anonymous 13 November 2023 at 20:30

    good post

Add Comment
comment url
🚦📌📌টেলিকিট২৪.কম কোনো ফাইল স্ক্যান বা তৈরী করে না।আমরা যেসব ফাইল শেয়ার করি সেগুলো আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। আমাদের টিম সেগুলো সংগ্রহ করে আপনাদের জন্য শেয়ার করে। আমাদের ওয়েবসাইটে শেয়ার করা কোনো কন্টেন্ট সম্পর্কে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোনো প্রকার আপত্তি থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের মেইল করার ঠিকানা romanuzzaman@outlook.com🔅If any objections for our content, please email us directly: romanuzzaman@outlook.comFollow Us