যে কোনো ঔষুধের কাজ এবং দাম জেনে নিন খুব সহজে। Patient Aid । Patient Aid apk
আসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই। আসা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আপনাদের কথা ভেবে প্রতিদিন আমি অনেক নতুন নতুন এবং আপনাদের প্রয়োজনীয় অনেক টিপস নিয়ে হাজির হচ্ছি। তেমনি আজকেও আরো একটি টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি।
আজকে আপনাদের একটি এপ্লিকেশন এর সাথে পরিচয় করিয়ে দিবো। এপ্স টি হচ্ছে Patient Aid ..
Patient Aid এপ্স টি আসলে কি ?
Patient Aid হচ্ছে একটি হেল্থ ইনফরমেশন বষয়ক এপ্স।
বর্তমান সময়ে আমাদের প্রতিটি পরিবারেই অসুখ আছে। আমরা কেও পরিপূর্ণ সুস্থ না। ঔষুধ ছাড়া বর্তমানে আমরা বাঁচতেই পারবো না.
আমরা আমাদের বিভিন্ন অসুখে ডাক্তার দেখায়। ডক্টর আমাদের অনেক ওষুধ লিখে দেন।
কিন্তু কথা হচ্ছে কোন ওষুধ টার কাজ আসলে কি তা আমরা জানিনা। আবার কোন ওষুধ এর দাম কেমন সেটিও আমরা জানি না।
আবার বাসায় অনেক ওষুধ থাকে। এখন কোন ওষুধ এর কাজ কি সেটি যদি আমরা তা ঘরে বসেই বের করতে পারি তাহলে কেমন হয় ?
আপনাকে ওষুধ বিষয়ে সকল ইনফরমেশন দিবে Patient Aid Apk টি।
শুধু ওষুধ বিষয়েই না,আপনার স্বাস্থ্য বিষয়ে অনেক কিছুই জানতে পারবেন এই এপপ্স থেকে।
Patient Aid ই কেন ?
বর্তমানে ইন্টারনেটে স্বাস্থ্য বিষয়ে জানার অনেক মাধ্যম থাকলেও Patient Aid এমন একটি এপপ্স যেখানে স্বাস্থ্য বিষয়ে সকল কিছুই পেয়ে যাচ্ছেন একটি মাত্র এপপ্স এর ভিতরেই। এবং এপপ্স টি ব্যবহার খুবই সহজ।
Patient Aid এপপ্স টি তে আপনি যে কোনো ওষুধের দাম জানতে পারবেন , ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানতে পারবেন। কিভাবে ওষুধটি ব্যবহার করতে হবে সেই সম্পর্কেও জানতে পারবেন।
আপনার রোগ অনুযায়ী ডাক্তার খুঁজে পাবেন।
হাসপাতাল এর লোকেশন জানতে পারবেন।
জরুরী মুহূর্তে এম্বুলেন্স এর সাথে যোগাযোগ করতে পারবেন।
ব্লাড ব্যাঙ্ক এর সাথে যোগাযোগ করতে পারবেন।
ঔষুধের অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন।
এছাড়াও বিভিন্ন হেলথ টিপস পেয়ে যাবেন এখানে।
Patient Aid Apk টি কোথায় পাবেন ?
Patient Aid এপপ্স টি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ,
অথবা নিচের দেখানো পদ্ধতি অবলম্বন করুন। প্রথমে গুগল প্লে স্টোরে যান এবং Patient Aid লিখে সার্চ করুন।
নিচের দেখানো এপপ্স টি ডাউনলোড করুন।
Patient Aid Apk কিভাবে ব্যবহার করবো ?
আবার অন্যান্য ব্র্যান্ড এখানে ক্লিক করলে একই ওষুধ অন্য কোন কোন কোম্পানির রয়েছে সেটিও দেখতে পারবেন।
আমার ওষুধ এখানে ক্লিক করে আপনি আপনার ওষুধ গুলা সেভ করে রাখতে পারবেন। এর ফলে প্রেপক্রিপ্সান নিয়ে আর ঘুরতে হবে না।
আশা করি সকলেই বুঝতে পেরেছেন,পরিশেষে এ বলতে চায় ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তে দেখবেন,,সবাই কে অসংখ্য ধন্যবাদ ।
প্রতিনিয়ত এরকম আরো প্রয়োজনীয় টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।
Very nice post