যে কোনো ঔষুধের কাজ এবং দাম জেনে নিন খুব সহজে। Patient Aid । Patient Aid apk

 




আসালামুআলাইকুম, 

কেমন আছেন সবাই। আসা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। 

আপনাদের কথা ভেবে প্রতিদিন আমি অনেক নতুন নতুন এবং আপনাদের প্রয়োজনীয় অনেক টিপস নিয়ে হাজির হচ্ছি। তেমনি আজকেও আরো একটি টিপস নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। 

আজকে আপনাদের একটি এপ্লিকেশন এর সাথে পরিচয় করিয়ে দিবো। এপ্স টি হচ্ছে Patient Aid ..

Patient Aid এপ্স টি আসলে কি ?

Patient Aid হচ্ছে একটি হেল্থ ইনফরমেশন বষয়ক এপ্স। 
বর্তমান সময়ে আমাদের প্রতিটি পরিবারেই অসুখ আছে। আমরা কেও পরিপূর্ণ সুস্থ না। ঔষুধ ছাড়া বর্তমানে আমরা বাঁচতেই পারবো না.

আমরা আমাদের বিভিন্ন অসুখে ডাক্তার দেখায়। ডক্টর আমাদের অনেক ওষুধ লিখে দেন। 

কিন্তু কথা হচ্ছে কোন ওষুধ টার কাজ আসলে কি তা আমরা জানিনা। আবার কোন ওষুধ এর দাম কেমন সেটিও আমরা জানি না। 

আবার বাসায় অনেক ওষুধ থাকে। এখন কোন  ওষুধ এর কাজ কি সেটি যদি আমরা  তা ঘরে বসেই বের করতে পারি তাহলে কেমন হয় ?

আপনাকে ওষুধ বিষয়ে সকল ইনফরমেশন দিবে Patient Aid Apk টি। 

শুধু ওষুধ বিষয়েই না,আপনার স্বাস্থ্য বিষয়ে অনেক কিছুই জানতে পারবেন এই এপপ্স থেকে। 

Patient Aid ই কেন ?

বর্তমানে ইন্টারনেটে স্বাস্থ্য বিষয়ে জানার অনেক মাধ্যম থাকলেও Patient Aid এমন একটি এপপ্স যেখানে স্বাস্থ্য বিষয়ে সকল কিছুই পেয়ে যাচ্ছেন একটি মাত্র এপপ্স এর ভিতরেই। এবং এপপ্স টি ব্যবহার খুবই সহজ। 

Patient Aid  এপপ্স টি তে আপনি যে কোনো ওষুধের দাম জানতে পারবেন , ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানতে পারবেন। কিভাবে ওষুধটি ব্যবহার করতে হবে সেই সম্পর্কেও জানতে পারবেন। 

আপনার রোগ অনুযায়ী ডাক্তার খুঁজে পাবেন। 
হাসপাতাল এর লোকেশন জানতে পারবেন।  
জরুরী  মুহূর্তে এম্বুলেন্স এর সাথে যোগাযোগ করতে পারবেন। 
ব্লাড ব্যাঙ্ক এর সাথে যোগাযোগ করতে পারবেন। 
ঔষুধের অ্যালার্ম দিয়ে রাখতে পারবেন। 
এছাড়াও বিভিন্ন হেলথ টিপস পেয়ে যাবেন এখানে। 


Patient Aid Apk টি কোথায় পাবেন ?

Patient Aid এপপ্স টি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন।  
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ,
অথবা নিচের দেখানো পদ্ধতি অবলম্বন করুন। প্রথমে গুগল প্লে স্টোরে যান এবং Patient Aid  লিখে  সার্চ করুন। 
নিচের দেখানো এপপ্স টি ডাউনলোড করুন। 















Patient Aid Apk কিভাবে ব্যবহার করবো ?

Patient Aid এপপ্স টি ব্যবহার করা খুবই সহজ। এপপ্স টি ডাউনলোড করা হলে Patient Aid এপপ্স টি ওপেন ওপেন করুন। এপপ্স টি ওপেন করলে খুব সুন্দর একটি ইউজার ইন্টারফেস দেখতে পাবেন।

 








এখানে next এ ক্লিক করে সবগুলো পাতা পড়তে পারেন অথবা skip করতে পারেন। 
এরপর ভাষা নির্বাচন করুন। আপনি বাংলা অথবা ইংলিশ দুই ভাষাতেই এপপ্স টি ব্যবহার করতে পারবেন। 









ভাষা নির্বাচন করার পর ডাটাবেস ডাউনলোড হবে। এখানে ok তে ক্লিক করে একটু সময় অপেক্ষা করুন। 







ডাটাবেস ডাউনলোড শেষ হলে নিচের মতো ইন্টারফেস দেখতে পাবেন। 







এখন যে কোনো ঔষধ সম্পর্কে জানার জন্য ঔষধ সার্চ এ ক্লিক করুন। 






আমার কাছে Alatrol এই ওষুধটি আছে। এখন যদি আমি এই ওষুধ সম্পর্কে জানতে চাই তাহলে সার্চ বক্সে এলাট্রল লিখে সার্চ করবো।










দেখুন ওষুধটি চলে এসেছে। এখন ওষুধটির উপরে ক্লিক করুন। তাহলেই ওষুধটির সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন। 











খানে ব্যবহার এ ক্লিক করলে ওষুধটি কি অসুখে খেতে হবে সেটি দেখতে পারবেন। ডোজ লিখায় ক্লিক করলে কিভাবে ওষুধটি খেতে হবে সেটি দেখতে পারবেন। প্যাক সাইজ এখানে ওষুধটির দাম দেখতে পারবেন।  এছাড়াও আরো অনেক কিছু রয়েছে। 

আবার অন্যান্য ব্র্যান্ড এখানে ক্লিক করলে একই ওষুধ অন্য কোন কোন কোম্পানির রয়েছে সেটিও দেখতে পারবেন। 








আমার ওষুধ এখানে ক্লিক করে আপনি আপনার ওষুধ গুলা সেভ করে রাখতে পারবেন। এর ফলে প্রেপক্রিপ্সান নিয়ে আর ঘুরতে হবে না। 



এখানে প্লাস আইকন এ ক্লিক করে আপনার ওষুধ গুলা সেভ করে রাখতে পারবেন। 
ঐশুধের মূল্য এখানে ক্লিক করলে আপনার ওষুধের দাম হিসাব করতে পারবেন।

ঔষধের অ্যালার্ম এখানে ক্লিক করে আপনার ওষুধের এলার্ম দিয়ে পারবেন,
আমরা অনেক সময় টাইম মেনে ওষুধ খেতে ভুলে যায়,,এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারি এই অপশন টি।যে সময়ে যে ওষুধ খেতে হবে টা অ্যালার্ম সেট করে রাখলে সেই সময়ে আমাদের ওষুধ খাবার কথা মনে করিয়ে দিবে ।
চার্ট এখানে ক্লিক করলে bmi সম্পর্কে অনেক কিছুই দেখতে পারবো,আমাদের bmi হিসাব ও করতে পারবো এখানে।
ডিরেক্টরি এখানে ক্লিক করলে অ্যাম্বুলেন্স ,হসপিটাল,ব্লাড ব্যাংক এইসব কিছু পেয়ে যাবো,যা আমাদের বিপদের সময় খুব কাজে দিবে।
রোগ লক্ষণ এখানে ক্লিক করে আমরা আমাদের রোগের লক্ষণ অনুযায়ী ডক্টর খুঁজে পাবো,,আমরা অনেক সময় বুঝতে পারি না কি ডক্টর দেখানো উচিৎ,,এই অ্যাপস আমাদের এখানে সাহায্য করতে পারবে,,
এছাড়াও অ্যাপস টিতে আরো অসংখ্য সুবিধা রয়েছে যা আমাদের বিপদে সাহায্য করতে পারবে।


আশা করি সকলেই বুঝতে পেরেছেন,পরিশেষে এ বলতে চায় ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তে দেখবেন,,সবাই কে অসংখ্য ধন্যবাদ ।

প্রতিনিয়ত এরকম আরো প্রয়োজনীয় টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।

সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন,এই দুয়া রেখে আল্লাহ হাফেজ,,,




Next Post Previous Post
1 Comments
  • Sonia Akter
    Sonia Akter 26 October 2023 at 17:21

    Very nice post

Add Comment
comment url
🚦📌📌টেলিকিট২৪.কম কোনো ফাইল স্ক্যান বা তৈরী করে না।আমরা যেসব ফাইল শেয়ার করি সেগুলো আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। আমাদের টিম সেগুলো সংগ্রহ করে আপনাদের জন্য শেয়ার করে। আমাদের ওয়েবসাইটে শেয়ার করা কোনো কন্টেন্ট সম্পর্কে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোনো প্রকার আপত্তি থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের মেইল করার ঠিকানা romanuzzaman@outlook.com🔅If any objections for our content, please email us directly: romanuzzaman@outlook.comFollow Us