সিপ্রোফ্লক্সাসিন ৫০০ এর কাজ কি | সিপ্রোফ্লক্সাসিন ৫০০ কি এন্টিবায়োটিক | Ciprofloxacin 500 er kaj ki
সিপ্রোফ্লক্সাসিন ৫০০ এর কাজ কি - আমাদের ভিতরে অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে অনেক ঔষুধের কাজ সম্পর্কে জানতে চান। তেমনি একটা ঔষধ হলো সিপ্রোফ্লক্সাসিন। তাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সিপ্রোফ্লক্সাসিন ৫০০ এর কাজ কি Ciprofloxacin 500 er kaj ki । আর্টিকেলটিতে আরো আলোচনা করা হবে সিপ্রোফ্লক্সাসিন ৫০০ কি এন্টিবায়োটিক। এর সাথে আরো আলোচনা করা হবে সিপ্রোফ্লক্সাসিন এর পার্শ্ব প্রতিক্রিয়া, সিপ্রোফ্লক্সাসিন ৫০০ খাওয়ার নিয়ম, সিপ্রোফ্লক্সাসিন কেন খাওয়া হয়, সিপ্রোফ্লক্সাসিন ৫০০ এর দাম কত এইসব বিষয়ে।
আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে । তাই সকলেই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন, চলুন শুরু করা যাক।
সিপ্রোফ্লক্সাসিন ৫০০ কি অ্যান্টিবায়োটিক
বর্তমানে মানুষ প্রকৃতিতে থাকা বিভিন্ন উপাদানের সংমিশ্রণ করে নানা রোগের ওষুধ তৈরি করেছে। এইসব ওষুধ আমরা বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করে আসছি। তেমনি একটি ওষুধ হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। আবার অনেকেই প্রশ্ন করেন সিপ্রোফ্লক্সাসিন কি একটি অ্যান্টিবায়োটিক। হ্যাঁ সিপ্রোফ্লক্সাসিন একটি এন্টিবায়োটিক।
পৃথিবীতে মানুষ যেদিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিল সেদিন চিকিৎসা জগতে এক নতুন যুগান্তকারী ইতিহাস তৈরি হয়েছিল। এন্টিবায়োটিক যে আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে কথা আমরা চিন্তা করতেও পারি না। এই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের এত বেশি উপকার করে যে কথা আমরা কল্পনাও পারবো না। তবে এখানে শুধু উপকার দেখলেই হবে না আমরা যদি এন্টিবায়োটিকের সঠিকভাবে প্রয়োগ করতে না পারি তাহলে এন্টিবায়োটিক আমাদের জন্য মৃত্যুর কারণ হতে পারে।
সিপ্রোফ্লক্সাসিন ৫০০ এর কাজ কি
সিপ্রোফ্লক্সাসিন এর কাজ কি অর্থাৎ সিপ্রোফ্লক্সাসিন কি কাজ করে এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো।
শ্বাসতন্ত্রের সংক্রমণ এবং নিউমোনিয়া জনিত রোগের বিরুদ্ধে সিপ্রোফ্লক্সাসিন ভালো কাজ করে। মূত্রনালী বা মূত্রতন্ত্রের বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে এ ধরনের ওষুধ ভালো কাজ করে। চর্ম ও নরম কলার সংক্রমণ প্রতিরোধে সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া নাক কান গলা ও চোখের বিভিন্ন সংক্রমণে বা ইনফেকশন প্রতিরোধে এই ওষুধ সরাসরি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অস্থির ও অস্থি সন্ধির সংক্রমণ যেমন আর্থ্রাইটিস এইসব সমস্যাই সিপ্রোফ্লক্সাসিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অবাক করার বিষয় হচ্ছে এই ওষুধটি প্রায় 200 এর বেশি অসুখের বিরুদ্ধে কার্যকর।
সিপ্রোফ্লক্সাসিন ৫০০ খাওয়ার নিয়ম
সিপ্রোফ্লক্সাসিন ৫০০ ট্যাবলেট এর সেবন বিধি-সিপ্রোফ্লক্সাসিন সেবনের ক্ষেত্রে সঠিক সতর্কতা অবলম্বন করা উচিত। এই ওষুধ সেবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করলে হিতে বিপরীত হতে পারে। সঠিক দিকনির্দেশনা না মেনে ওষুধ কি সেবন করলে এই ওষুধ খেয়ে আপনি আরো অসুস্থ হয়ে যেতে পারেন।
প্রাপ্ত বয়স্ক: প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে সেবন মাত্রা ১০০ থেকে ৭৫০ মি.গ্রা. দৈনিক ২ বার।
ঊর্ধ্ব ও নিম্নস্বাসতন্ত্রের সংক্রমণ: আপনাদের মাঝে যাদের উর্ধ্ব ও নিম্নস্বাসতন্ত্রের বিভিন্ন সংক্রমণ আছে তারা ২৫০ থেকে ৭৫০ মি.গ্রা. দিনে দুইবার খেতে পারবেন।
গনোরিয়া: এক্ষেত্রে ২৫০ বা ৫০০ মি.গ্রা. দিনে একবার খেতে দেওয়া হয়। কিন্তু সংক্রমণ যদি বেশি হয় তাহলে ৫০০ থেকে ৭৫০ মি.গ্রা. দৈনিক দুইবার।
শিশুদের ক্ষেত্রে: শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করতে হলে রোগের তীব্রতা অনুযায়ী 7.5 থেকে 15 মি.গ্রা./ওজন/দিনে দুইটি বিভক্ত মাত্রায় দেয়া যেতে পারে।
এই ওষুধ চিকিৎসার মেয়াদ কাল ৫ থেকে ১০ দিন। এবং এই মেয়াদকাল সম্পর্কে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
সিপ্রোফ্লক্সাসিন এর পার্শ্ব প্রতিক্রিয়া
সিপ্রোফ্লক্সাসিন এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো নিজে দেওয়া হলো।
সিপ্রোফ্লক্সাসিন খাওয়ার পরে পরিপাক তান্ত্রিক অসুবিধা সৃষ্টি হতে পারে, যেমন: বমি ভাব, ডায়রিয়া, বমি, হজমে গোলযোগ, তলপেটে ব্যথা ইত্যাদি ঘটতে পারে। আবার মাথাব্যথা, ঝিমুনি, খিচুনি ও রেটিনাল বিচ্ছিন্নতার ঝুঁকি এসব এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা যায়। আবার গায়ে ফুসকুড়ি ও দেখা যেতে পারে। এগুলো ছাড়াও সিপ্রোফ্লক্সাসিন এর কিছু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে।
সিপ্রোফ্লক্সাসিন যেহেতু একটি অ্যান্টিবায়োটিক তাই এর মাত্রা প্রয়োগের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এন্টিবায়োটিকের সঠিক মাত্রা যদি প্রয়োগ না করা হয় তাহলে এটি শরীরে রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে যার ফলে অদূর ভবিষ্যতে এন্টিবায়োটিক আপনার শরীরে আর কাজ করবে না এর ফলে বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং অবশ্যই এসব ঔষধ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে।
গর্ভবতী এবং দুধদান কারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না।
সিপ্রোফ্লক্সাসিন ৫০০ এর দাম
সিপ্রোফ্লক্সাসিন 250mg প্রতি পিসের দাম ৯টাকা
সিপ্রোফ্লক্সাসিন 500mg প্রতি পিসের দাম ১৫ টাকা
সংরক্ষণ
আলো থেকে দূরে শীতল ও শুকনো জায়গায় সংরক্ষণ করুন। যে কোন ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন।
সব সময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে JOIN করুন
শেষ কথা
আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে সিপ্রোফ্লক্সাসিন ৫০০ এর কাজ কি Ciprofloxacin 500 er kaj ki এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি । এর পাশাপাশি সিপ্রোফ্লক্সাসিন ৫০০ খাওয়ার নিয়ম, সিপ্রোফ্লক্সাসিন এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং সিপ্রোফ্লক্সাসিন ৫০০ এর দাম এইসব নিয়েও আলোচনা করেছি। এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটিতে নিয়মিত ভিজিট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। সব সময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।