জন্ম নিবন্ধন যাচাই কপি bangladesh | জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই [2মিনিটে] | birth certificate check
আপনি এখন খুব সহজেই জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইন জন্ম নিবন্ধন যাচাই এবং অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদের কপি ডাউনলোড করতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই কপি bangladesh | জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই [2মিনিটে] | birth certificate check
আপনার নিজের বা আপনার সন্তানের বিভিন্ন প্রয়োজনে জন্ম নিবন্ধন প্রয়োজন হয়ে থাকে।আমাদের অনেকের জন্ম নিবন্ধন হাতে লিখা কপি। হাতে লিখা জন্ম নিবন্ধন বর্তমানে কোনো ক্ষেত্রে গ্রহণযোগ্য না।আবার অনেক বেসরকারি বা সরকারি কাজে জন্ম নিবন্ধনের অনলাইন কপি চেয়ে থাকে। আবার অনেকেই নতুন আবেদন করেছেন।এখনও জন্ম নিবন্ধনের কপি হাতে পান নি।
আপনার যদি জন্ম নিবন্ধন রেজিস্টার করা থাকে তাহলে তা অনলাইন এ আছেন কিনা যাচাই করুন ।এবং আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে খুব সহজেই জন্ম নিবন্ধনের অনলাইন কপি যাচাই করুন এবং ডাউনলোড করুন।
জন্ম নিবন্ধন যাচাই কপি bangladesh
আপনার বা আপনার সন্তানের জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট [https://everify.bdris.gov.bd/] এখানে গিয়ে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে নির্দিষ্ট ঘর পূরণ করুন।এরপর এর নিচে থাকা নিরাপত্তা ক্যাপচা টির সঠিক উত্তর দিয়ে আপনার জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই
আপনার জন্ম নিবন্ধন নম্বর যদি ১৫ সংখ্যার হয় তাহলে আপনি তা অনলাইন এ যাচাই করতে পারবেন না।অনলাইন এ জন্ম নিবন্ধন সনদ যাচাই করার জন্য ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর প্রয়োজন।তবে হাতের লিখা জন্ম নিবন্ধন অনলাইন করার জন্য আবেদন করতে পারবেন।আবেদন করার সময় হাতের লিখা জন্ম নিবন্ধন অনলাইন এ আপলোড করতে হয় ।এবং জন্ম নিবন্ধন সংগ্রহ করার সময় এটি সাথে করে নিয়ে যেতে হয়।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কপি
আপনি আপনার জন্ম তারিখ ব্যাবহার করে নিচে দেয়া এই ধাপ গুলো অনুসরণ করে খুব সহজেই অনলাইন এ জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে পারবেন।ধাপগুলো হলো:
- বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট {https://everify.bdris.gov.bd/}এখানে প্রবেশ করুন।
- ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর লিখুন।
- জন্ম তারিখ দিন।
- এখানে থাকা নিরাপত্তা ক্যাপচা টির সঠিক উত্তর দিন।
- Search লিখার উপর ক্লিক করুন।
জন্ম নিবন্ধন যাচাই কপি
জন্ম নিবন্ধন যাচাই কপি bangladesh
আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ ব্যাবহার করে নিচের দেয়া ফ্রম টি পূরণ করেও আপনি আপনার জন্ম নিবন্ধন এর অনলাইন কপি নিতে পারবেন।
এজন্য আপনি জন্ম নিবন্ধন নম্বর এর ঘরে আপনার 17 ডিজিটের নম্বর টি দিবেন এবং জন্ম নিবন্ধন তারিখ এর ঘরে জন্ম তারিখ টি দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন এখানে ক্লিক করুন।
জন্ম তারিখ দেয়ার সময় প্রথমে আপনার জন্ম সাল দিবেন ।এর পর মাস এবং শেষ এ তারিখ টি দিবেন।
যেমন 1999-11-23
জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট এ প্রবেশ
আপনি গুগল এ সার্চ করে অথবা এখানে ক্লিক করে জন্ম নিবন্ধন যাচাই কপি bangladesh এর ওয়েবসাইট এ প্রবেশ করতে পারবেন।
জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ যাচাই
ছবির 1 নম্বর দেখানো জায়গায় আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর টি দিবেন।birth registration verification 19860915428117351
এর পর 2 নম্বর দেখানো বক্সে জন্ম তারিখ দিবেন।জন্ম তারিখ দেয়ার সময় বছর মাস দিন এইভাবে দিবেন ।(উদাহরণ 1999-10-25)
তবে দেয়ার সময় অবসয় সংখ্যা গুলো যেনো ইংরেজিতে হয় সেটি খিয়াল রাখবেন।
ক্যাপচা পুরন করুন
এখানে একটি ক্যাপচা দেয়া থাকবে ।যা 3 নম্বর এ দেখানো হয়েছে।আপনাকে ক্যাপচা টি পূরণ করে 4 নম্বর ঘরে বসতে হবে।এর পর 5 নম্বর এ দেখানো Search বাটন এ ক্লিক করতে হবে।
ক্যাপচা পুরন করার ক্ষেত্রে সাধারণত সহজ কিছু যোগ বা বিয়োগ করতে বলা হয়ে থাকে।এবং এটি সঠিক ভাবে পূরণ করতে হয়।
ক্যাপচা সঠিক ভাবে পূরণ করে Search বাটন এ ক্লিক করলেই আপনার অনলাইন কপি টি দেখতে পারবেন।
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার উপায়
এতক্ষণ আমরা দেখলাম কিভাবে জন্ম নিবন্ধন যাচাই কপি কিভাবে দেখতে হয়।আপনি চাইলে এই জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করেও রাখতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই কপি আপনার সামনে আসার পর এটিকে পিডিএফ আকারে সেভ করে রাখার জন্য কীবোর্ড এর ctrl এবং p বাটন একসাথে চাপুন।
তাহলে প্রিন্ট করার অপশন আসবে আপনি চাইলে এখন থেকে জন্ম নিবন্ধন যাচাই কপি প্রিন্ট করে নিতে পারবেন ।
ডাউনলোড করার জন্য ছবির দেখানো 1 নম্বর জায়গায় ক্লিক করুন এবং এটিকে save as pdf করে দিন।
তাহলে নিচে save বাটন পেয়ে যাবেন।এখানে ক্লিক করলেই এটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে
তবে মনে রাখবেন
এটি জন্ম নিবন্ধন যাচাই এর একটি অনলাইন কপি।মূল কপি নয়।এবং অনলাইন কপি সব জায়গায় গ্রহণ করে না।সেক্ষেত্রে আপনাকে আপনার মূল কপি ব্যাবহার করতে হবে।
এবং জন্ম নিবন্ধন এর অরিজিনাল কপি শুধুমাত্র ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা থেকেই পাবেন।
জন্ম নিবন্ধন কেনো প্রয়োজন
বাংলাদেশ এর আইন অনুযায়ী একটি শিশুর জন্মের ৪৫ দিনের ভিতরে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক।
জন্ম নিবন্ধন সনদ হলো একটি শিশুর পরিচয় ,জন্ম তারিখ ,এবং নাগরিকত্বের প্রমাণ।
তাছাড়া জন্ম নিবন্ধন সনদ বিভিন্ন কাজে প্রয়ন হয়ে থাকে।
- শিশুর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে।
- ভোটার তালিকা হালনাগাদ করতে।
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার কাজে।
- বিবাহ রেজিস্ট্রার করতে
FAQS
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই লিংক
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই bangladesh এর অফিসিয়াল লিংক হলো[https://everify.bdris.gov.bd/]
জন্ম নিবন্ধন যাচাই Apps
জন্ম নিবন্ধন যাচাই bangladesh এর কোনো অফিসিয়াল apps নাই। তবে play Store এ কিছু এপপ্স পাওয়া যায় যেগুলো আনঅফিসিয়াল এপ।
No Record Found দেখানোর কারণ ?
বিভিন্ন কারণে No Record Found দেখতে পারে। যেমন:অনেক আগের পুরোনো হাতের লিখা জন্ম নিবন্ধন কপি হলে এটি দেখতে পারে। আবার জন্ম নিবন্ধন নম্বর ভুল ইনপুট বা জন্ম তারিখ ভুল করলে অথবা ১৬ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করলে।
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন কিভাবে যাচাই করবো ?
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম নিবন্ধন নম্বরের শেষের ৫ ডিজিট আগে একটি ০ যুক্ত করে ১৭ ডিজিট বানিয়ে যাচাই করা যাবে।