বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কী কী সে সম্পর্কে জেনে নিন । bkash e vule taka chole gele koronio ki
আজকের এই আর্টিকেলটিতে আলোচনা করা হবে কারো বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কি ( bkash e vule taka chole gele koronio ki )।অনেকে ভুল নাম্বারে বিকাশে টাকা পাঠিয়ে অনেক টেনশন করেন।তাই আপনাদের জানার জন্য এই আর্টিকেলে বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কি তা জানানো হবে।তাই বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কি তা জানতে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
বর্তমানে মোবাইল ব্যাংকিং বেশ জনপ্রিয়।মোবাইল ব্যাংকিং এর জনপ্রিয়তার কারণে আমরা সবাই কমবেশি বিকাশ একাউন্ট ব্যাবহার করে টাকা লেনদেন করে থাকি।অসাবধানতার কারণে অনেক সময় আমাদের ভুল বিকাশ একাউন্টে টাকা চলে যেতে পারে।তবে আপনি কিছু উপায় অবলম্বন করে আপনার টাকা ফেরত আনতে পারবেন।আজ এই আর্টিকেলের মাধ্যমে বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে কি করবেন বা বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কি সেই বিষয়টি আলোচনা করবো।তাই সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেল টি পড়বেন।
সব সময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে JOIN করুন
বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে তাকে জানাবেন না
আপনি যদি বিকাশে কখনো ভুলবশত টাকা সেন্ড করে ফেলেন তবে আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন কখনোই তাকে ফোনে করে জানাবেন না।পৃথিবীতে অনেক মানুষ সুযোগসন্ধানী তারা অন্যের সমস্যায় নিজের লাভ খুঁজে নেয়।যদি সেই ব্যাক্তিটি অসৎ হয় এবং আপনার জানানোর কারণে টাকা ফেরত না দিয়ে টাকাটি তুলে নিলে আপনি তখন তেমন কিছুই করতে পারবেন না ।
তাই আপনি বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় হিসাবে যে ব্যাক্তির নাম্বারে টাকা গেছে তাকে কখনোই বিষয়টি জানাবেন না।
তাকে না জানিয়ে অন্য কার্যকরী ব্যাবস্থা গ্রহণ করুন।অবশ্যই আপনাকে এক্ষেত্রে বিকাশের সেই টাকা ফেরত পাবার জন্য সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহণ করতে হবে।মনে রাখবেন সে ব্যক্তি আপনার টাকা একবার উইথড্র করে ফেললে আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে।
তাই বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কি সে সকল উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
নন বিকাশ একাউন্টে টাকা চলে গেলে টাকা পাঠানো ক্যানসেল করুন
যদি কখনো বিকাশ একাউন্ট না থাকলেও টাকা বা নন বিকাশ একাউন্ট নাম্বারে টাকা চলে যায় তবে আপনি সাথে সাথে আগে ট্রানজেকশন টি ক্যান্সেল করতে পারবেন।আর একাজটি করার জন্য আপনাকে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে।আপনার বিকাশ অ্যাপসের সেন্ড মানি অপশনে গিয়ে যদি ক্যান্সেল করার অপশন পান তাহলে বুঝবেন এই নাম্বারটিতে এখনও বিকাশ একাউন্ট খুলা হয় নি।এখন আপনি যদি ক্যান্সেল করেন তাহলে আপনার টাকা আপনার বিকাশ একাউন্টে ফেরত চলে আসবে।
বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কি সে সম্পর্কে পোস্টের পরবর্তী অংশে আরো বিস্তারিত জানতে পারবেন,তাই পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে বিকাশ কাস্টমার কেয়ারে কল করা
বিকাশে ভুলে টাকা চলে গেলে দ্বিতীয় করণীয় হিসাবে আপনার কাজ হচ্ছে বিকাশ কাস্টমার কেয়ারে আপনি কল করতে পারেন।আমাদের ভিতরে অনেকেই বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে কি করবেন সেটা বুঝতে পারে না।তাই আপনাদের কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব কাস্টমার কেয়ারে বিষয়টি জানাবেন।
উপরের কাজ গুলো যদি সফল না হয় তাহলে অবশ্যই দ্রুত কাস্টমার কেয়ারে ফোন দিবেন।
কাস্টমার কেয়ারে ফোন দিলে বিকাশ কাস্টমার কেয়ার কর্মকর্তারা আপনার কাছে আপনার একাউন্টের কিছু তথ্য চাইবে।এক্ষেত্রে আপনাকে সঠিকভাবে উত্তর দিতে হবে।আপনার উত্তর গুলো সঠিক হলে আপনার ভুলে বিকাশে যে নাম্বারে টাকা চলে গেছে এই একাউন্টটি বন্ধ করে দিবে।বিকাশ এর কাস্টমার কেয়ার নাম্বার হলো 16247
সেই ব্যাক্তি এখন চাইলেও আর টাকা তুলতে পারবে না। এক্ষেত্রে তার একাউন্টটি হোল্ড করে তাকে কল করে জিজ্ঞাসা করা হবে টাকা টি কি তার।যদি সে বলে তার না তাহলে আপনাকে টাকাটি ফেরত দেয়া হবে।আর যদি বলে তার তাহলে বিকাশ তার একাউন্ট হোল্ড করে রেখে সাত দিনের ভিতরে তাকে টাকার প্রমাণ দিতে বলবে।সে প্রমাণ করতে না পারলে আপনার টাকা আপনাকে ফেরত দেয়া হবে।
বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কি সে সম্পর্কে জেনে নিলেন।আরো বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে।
বিকাশে ভুল নাম্বারে টাকা গেলে থানায় জিডি করা
আপনাকে বিকাশ কাস্টমার থেকে থানায় জিডি করতে পরামর্শ দিতে পারে।সে ক্ষেত্রে আপনি যে ট্রানজেকশন নাম্বার ব্যাবহার করে টাকা পাঠিয়েছেন সেই ট্রানজেকশন নাম্বার উল্লেখ করে থানায় একটি জিডি করবেন।থানায় জিডি করার পর জিডির কপি নিয়ে বিকাশ কাস্টমার অফিসে চলে যান।বিকাশ অফিসে যাওয়ার পরে তারাই সব কাজ করে দিবে।যার নাম্বারে ভুলে টাকাটি চলে গেছে সে প্রমাণ দিতে না পারলে অবশ্যই আপনি টাকাটি ফেরত পাবেন।
নিশ্চয় বুঝতে পেরেছেন বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কি।
শেষ কথা
প্রিয় ভিজিটর, এই আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাদেরকে বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কি bkash e vule taka chole gele koronio ki সেই বিষয়ে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করেছি।বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কি এই পোস্টটি সকলকে সচেতন করে দেয়ার জন্য শেয়ার করে দিতে পারেন।
বিভিন্ন বিষয়ে আরো নতুন নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।বিকাশে ভুলে টাকা চলে গেলে করণীয় কি এই সম্পর্কিত পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আর্টিকেলটি এখানেই শেষ করছি।পরবর্তীতে কথা হবে নতুন কিছু নিয়ে সেই পর্যন্ত সকলেই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ্ হাফেজ।
FAQ
নন বিকাশ একাউন্টে টাকা চলে গেলে কি টাকা ফেরত আনা সম্ভব ?
হ্যা, কোনো নাম্বারে যদি বিকাশ একাউন্ট খোলা না থাকে এবং আপনি যদি সেই নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনার ফোনের মাধ্যমেই আপনি টাকা ফেরত আনতে পারবেন।
নন বিকাশ নম্বর চেনার উপায় কি?
আপনি যখন কোনো নম্বরে টাকা পাঠাবেন সেই নম্বরে যদি বিকাশ একাউন্ট খোলা না থাকে তাহলে নম্বরের নিচের দিকে বাংলায় বা ইংরেজিতে লিখা দেখবেন এই নাম্বারটিতে বিকাশ একাউন্ট নেই।
বিকাশ কোড ডায়াল করে কি লেনদেন ক্যানসেল করা যায়?
বিকাশের কোড ডায়াল করে আপনি এই সুবিধা পাবেন না। এই সুবিধা পাবার জন্য আপনাকে বিকাশ এপপ্স ব্যবহার করতে হবে।
বিকাশ একাউন্ট খোলা থাকলে কি আমি আমার মোবাইল থেকে লেনদেন ক্যানসেল করতে পারবো?
না,বিকাশ একাউন্ট আছে এমন নাম্বারে টাকা পাঠিয়ে দিলে সেই টাকা ফেরত পাওয়া কিছুটা কষ্টকর। আর এই কাজটি আপনি আপনার মোবাইল ফোন থেকে করতে পারবেন না। এই জন্য আপনাকে বিকাশ কাস্টমার কেয়ার এর সাহায্য নিতে হবে।