ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া - ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার - Delete hoye jaoya chobi fire paoya
সুপ্রিয় পাঠক গণ - আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া বা ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার সম্পর্কে।
আজকের আলোচনার বিষয় হলো ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া - Delete hoye jaoya chobi fire paoya, ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download চলুন শুরু করা যাক।
আমাদের ভেতরে অনেকেই ভুলবশত বা কোন কারনে মোবাইল ফোনে থাকা ফটো ডিলেট করে ফেলেন কিন্তু পরে আবার সেই ফটোটি প্রয়োজন হয় তখন আপনারা সেই ফটো কিভাবে ফিরিয়ে আনতে পারবেন সে সম্পর্কে জানতে চান আজকে আমি আপনাদের সাথে ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই পোস্টটি আপনি মনোযোগ সহকারে পড়লে আপনি আপনার ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরিয়ে আনতে পারবেন।
ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া
হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনি সহজ কয়েকটি ধাপ অবলম্বন করে আপনার ফোনের থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি গুলো ফিরিয়ে আনতে পারবেন। যখন কোন কিছু ডিলিট করে দেই সেটি আমাদের মেমোরি থেকে সম্পূর্ণরূপে ডিলিট হয় না । সেটি আমাদের ফোনের মেমোরিতে থাকে। শুধুমাত্র আমাদের জায়গাটি ফাঁকা দেখানো হয়। যতক্ষণ পর্যন্ত আমরা সেই ফাঁকা জায়গায় নতুন কিছু না রাখছি বা ফোনের পুরো মেমোরি হার্ড রিসেট না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা চাইলেই আমাদের ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া সম্ভব। আমার অনেক সময় আমরা যেসব ফাইল ডিলিট করে থাকি তা আমাদের Trash Folder এ জমা থাকে।ফোনের Trash Folder থেকেই আমরা সেটি ফিরিয়ে আনতে পারি।এখন যদি Trash Folder এ ফাইলগুলো না থাকে তাহলে কিছু সহজ পন্থা অবলম্বন করলেই তা আমরা ফিরিয়ে আনতে পারব।
চলুন কিভাবে ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত জানা যাক।
ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার
প্লে স্টোরে এমন অনেক অ্যাপস আছে যেগুলো আপনাকে এই কাজটিতে সাহায্য করতে পারে তবে সব অ্যাপস পুরোপুরি কাজ নাও করতে পারে আবার অনেক অ্যাপস আছে এগুলো আপনার ফোনের তথ্য চুরি করে নিতে পারে। তাই আমি আজকে আপনাদের সাথে এই কাজটি করার জন্য বেস্ট একটি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব।
এপ্সটির নাম হচ্ছে DiskDigger photo recovery
অ্যাপসটি প্লে স্টোরে প্রায় ১০০ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে।
diskdigger photo recovery pro free download
অ্যাপস টি প্লে স্টোর থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তবে অ্যাপস টির প্রিমিয়াম ভার্সনও রয়েছে। নিচে অ্যাপসটির প্লে স্টোর লিংক এবং প্রিমিয়াম ডাউনলোড করার লিংক দুটোই দেয়া হলো।
PlayStore লিংক
diskdigger photo recovery pro লিংক
ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়ার উপায়
প্রথমে অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করুন। এখন স্ক্রিনশট ফলো করুন।
এখন আপনার কাছে আপনার স্টোরেজের পারমিশন চাইবে। পারমিশনটি এলাও করে দিন।
তাহলে আপনার ডিলিট হয়ে যাওয়া ছবি দেখতে পাবেন। আপনি যে ছবিগুলো রিকভার করতে চান সেগুলো মার্ক করে রিকভারি অপশনে ক্লিক করুন।
এখন আপনাকে আপনার স্টোরেজে নিয়ে যাবে। এখন আপনার কাছে স্টোরেজ পারমিশন চাইবে। এলাও করার জন্য প্রথমে একটি ফোল্ডার তৈরি করুন । ফোল্ডার তৈরি করার জন্য নিচের দেখানো পন্থা অবলম্বন করুন।
দেখুন আপনি যে ফটোগুলো রিকভারি দিয়েছেন সেগুলো রিকভারি হয়ে গেছে।
এভাবেই আপনি আপনার হারিয়ে যাওয়া ফটোটি ফিরিয়ে আনতে পারবেন।
শেষ কথা
প্রিয় ভিজিটর আজকে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনাদের ফোন থেকে হারিয়ে যাওয়ার ছবিগুলো খুব সহজেই ফিরিয়ে আনতে পারবেন। আজকের এই পোস্টটি করা হয়েছে ডিলেট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়া, ডিলিট হয়ে যাওয়া ছবি ফিরে পাওয়ার সফটওয়্যার, ডিলিট ফটো রিকভারি সফটওয়্যার, diskdigger photo recovery pro free download সম্পর্কে।
পোস্টটি কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন। যেকোন প্রয়োজনে আমাদের টেলিগ্রামে অথবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। সব সময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন এবং নতুন নতুন এরকম আরো টিপস এন্ড ট্রিকস পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। সবার আগে আমাদের পোস্টগুলো পেতে গুগল নিউস এ ফলো করুন। পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।আল্লাহ হাফেজ।