প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় | স্থায়ী ফর্সা হওয়ার উপায় | forsa hoar tips
প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় - নিজের সুন্দর একটি ত্বক থাকুক এটা কে না চায়, তবে আমরা নানা ব্যস্ততার কারণে আমাদের ভিতরে বেশিরভাগ মানুষই নিজের শরীরের এবং ত্বকের যত্ন নেয়ার সময় হয়ে ওঠেনা। বাইরের রোদ, ধুলাবালি আর পরিবেশ দূষণের কারণে ধীরে ধীরে আমাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে। আবার আমরা আমাদের উজ্জ্বল ও সুন্দর ত্বক ধরে রাখার জন্য কত কেমিক্যাল প্রোডাক্টটি না ব্যবহার করি। আমরা সবাই জানি, এসব কেমিক্যাল প্রোডাক্ট আমাদের কমল ত্বককে ক্ষতিগ্রস্ত করে।
তবে আপনি চাইলে একটু সময় ব্যয় করে ঘরে বসেই সঠিক নিয়ম ও পদ্ধতি অবলম্বন করে আপনার ত্বকের উজ্জ্বলতা আবার ফিরিয়ে আনতে পারবেন। আপনি আপনার ঘরে থাকা বিভিন্ন উপাদান দিয়েই আপনার ত্বকের যত্ন নিতে পারবেন এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারবেন। আর্টিকেলের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় prakitikvabe forsa houyar upay সম্পর্কে। আপনি কি প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার ১০ টি উপায় জানেন? না জানলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।
সব সময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে JOIN করুন
প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার ১০টি উপায়।
লেবু দিয়ে ফর্সা হওয়ার উপায়
একটি পেয়ালায় একটি লেবু থেকে রস সংগ্রহ করুন এবং এর ভিতরে এক চামচ চিনি মেশান। এখন এই মিশ্রণটি আপনার ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত ঘষতে থাকুন। যখন দেখবেন এই মিশ্রণটি আপনার ত্বকে একেবারে মিশে গেছে তখন এটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনার ত্বক ফর্সা করতে লেবু ও চিনির এই মিশ্রণটি দারুন কাজে আসবে। তাহলে জেনে নিলেন লেবু দিয়ে কিভাবে ত্বক ফর্সা করতে হয়।
অ্যালোভেরা
একটি বাটিতে অল্প করে অ্যালোভেরা জেল নিন এবং তাতে পরিমাণ মতো বাদামের গুঁড়া মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এখন এই মিশ্রণটি আপনার ত্বকে লাগিয়ে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করুন এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা আপনার স্কিনকে ফর্সা করবে। পাশাপাশি আপনার স্কিনের বিভিন্ন ডিজিজের প্রকোপ কমাতেও সাহায্য করবে। আর বাদাম গুঁড়া ত্বকে জমে থাকা ময়লা এবং ব্ল্যাকহেড দূর করবে।
টমেটো
যাদের টমেটোতে এলার্জি নেই তারা তোকে টমেটো ব্যবহার করে দেখতে পারেন। টমেটোতে রয়েছে লাইকোপেন। যা আপনার ত্বকের দাগ কমাতে সাহায্য করবে পাশাপাশি ত্বকে থাকা মৃত কোষ কে সরিয়ে দিবে এবং আপনার ত্বককে করবে উজ্জ্বল এবং ফর্সা।
একটি টমেটো ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিন। এখন এই টমেটো পেস্টের সাথে দুই চামচ লেবুর রস মিশিয়ে নিন। এখন এই পেস্টটি আপনার স্কিনে ভালো করে লাগিয়ে নিন এবং ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে মুখকে ভালো করে ধুয়ে নিন।
মধু ও দই
একটি বাটিতে পরিমাণ মতো দই নিয়ে তাতে অল্প পরিমাণে মধুমিতা এবং সাথে লেবুর রস দিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলুন। এখন এই পেজটিকে আপনার মুখে কম করে হলেও 15 মিনিট ভালো করে মেসেজ করুন এবং এরপরে মুক্তি ভালো করে ধুয়ে ফেলুন।
এই প্যাকটি আপনার ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করবে। প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় গুলোর মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস।
গোলাপজল
গোলাপ জলে এমন অনেক উপাদান রয়েছে যেগুলো আপনার ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। এর ফলে আপনার ত্বক হয়ে ওঠে আরও উজ্জ্বল ও তুলতুলে সুন্দর।
আপনি অল্প করে সমপরিমাণে গোলাপজল ও কাঁচা দুধ একসাথে মিশিয়ে নিন এবং এই মিশ্রণটি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে আপনার মুখে লাগিয়ে নিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে আপনার মুখটি ভালো করে ধুয়ে নিন। এই টিপসটি মাত্র কয়েকদিন ফলো করলেই দেখতে পাবেন আপনার ত্বক হয়ে উঠছে আগের চেয়ে ফর্সা ও উজ্জল।
দুধ ও কলা
কলা আপনার ত্বক কে খুব অল্প সময়ের ভিতরেই উজ্জ্বল ও চকচকে করতে পারে। আপনি চাইলে শুধুমাত্র কলা চটকিয়ে মুখে লাগিয়ে 10-15 মিনিট রাখতে পারেন। এবং পানি দিয়ে ধুয়ে নিলেই দেখবেন আপনার মুখ অনেক পরিষ্কার এবং উজ্জ্বল দেখাচ্ছে।
আপনি যদি কলার সাথে কাঁচা দুধ মিশিয়ে নেন তাহলে এর গুনাগুন অনেকগুণ বৃদ্ধি পাবে। এর জন্য আপনি একটি কলা কে চটকিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো দুধ দিয়ে একটি প্যাক তৈরি করে নিন এবং প্যাকটি তৈরি করার সময় কলা এবং দুধ ভালো করে মিশিয়ে নেবেন। এখন এই প্যাকটি আপনার ত্বকে ব্যবহার করুন।
আলু দিয়ে ফর্সা হওয়ার উপায়
আলু দিয়ে খুব সহজে প্রাকৃতিকভাবেই আপনার ত্বককে ফর্সা করে নিতে পারবেন। জন্য একটি আলুর রস অথবা আলুর পাল্প নিয়ে দিনে দুইবার করে আপনার ত্বকে ব্যবহার করুন । এতে দেখবেন আপনার ত্বক হয়ে উঠছে উজ্জ্বল ও ফর্সা।
চন্দন গুড়ো
সকলেই জানি চন্দন আমাদের ত্বক কে উজ্জ্বল করতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহুকাল আগে থেকেই ত্বকের যত্নে চন্দন গুঁড়ো ব্যবহার হয়ে আসছে।
চন্দন গুড়োর সাথে দুধ মিশিয়ে প্রতিদিন নিয়ম করে আপনার ত্বকে ব্যবহার করুন এতে দেখবেন আপনার ত্বক আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও চকচকে দেখাচ্ছে।
কমলার খোসা
আমরা কমলাকে কমলার খোসাটিকে ফেলে ।দেই কিন্তু এই কমলার খোসাতে রয়েছে অনেক গুণ। এই ফেলনা কমলার খোসাটি আপনার সুন্দর স্কিনের স্বপ্ন পূরণ করতে পারে।
কমলার খোসা নিয়ে রোদে ভালো করে শুকিয়ে নিন।এখন এই শুকনো খোসা ব্লেন্ডারে দিয়ে গুড়ো করে নিন।এখন ১ টেবিল চামচ গুড়োর নিয়ে এর সাথে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করে ফেলুন।এই পেস্ট মুখে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন ।এখন পানি দিয়ে ধুয়ে ফেলুন।
কাঁচা হলুদ
অল্প পরিমাণে কাঁচা হলুদ এর সাথে ২-৩ ফোঁটা লেবুর রস ,২ টেবিল চামচ বেসন , ১ চা চামচ দুধ মিশিয়ে একটি পেস্ট পানীয় নিন।পেস্টটি আপনার মুখে ৫ মিনিট মেসেজ করে ২০ মিনিট রেখে দিন।এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।ভালো ফলাফল পাবেন।
তবে হলুদ সবার ত্বকে ব্যাবহার করা যায় না।এটি ব্যাবহারের আগে ভালো করে জেনে নিন হলুদে আপনার অ্যালার্জি নেই তো।
এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় সম্পর্কে। প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় ও টিপস গুলো আসা করি আপনাদের অনেক উপকারে আসবে।
সতর্কতা
এই প্যাকগুলো ব্যাবহার করার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিবেন উপাদান গুলো আপনার ত্বকে মানিয়ে নিতে পারবে কি না।আবার একটি প্যাক ব্যাবহার করে একজনের উপকার হয়েছে বলে যে আপনারও উপকার হবে এমনটি কখনোই ভাববেন না।প্যাকগুলো ব্যাবহার করার আগে অল্প পরিমাণে হাতে ব্যাবহার করে দেখবেন কোনো সমস্যা হচ্ছে নাকি।যেমন চুলকানি কিংবা লাল হয়ে যাওয়া।এমন হলে সেই প্যাকটি ব্যাবহার করা থেকে বিরত থাকুন।
আসা করি প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় সম্পর্কে আপনাদের কে ভালো ধারণা দিতে পেরেছি।এমন নতুন নতুন আরো পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।সবসময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন।এবং গুগল নিউজে ফলো করুন।এতক্ষণ প্রাকৃতিকভাবে ফর্সা হওয়ার উপায় সম্পর্কে এই আর্টিকেল টি মনোযোগসহকারে পড়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউন এখানেই শেষ করছি । আল্লাহ্ হাফেজ।
প্রাকিতিক উপায়ে কিভাবে ফর্সা হওয়া যায়?
আপনার ঘরের কিছু জিনিস দিয়েই প্রাকিতিক ভাবে ফর্সা হতে পারবেন।যেমন,মধু,বেসন,আলু,কলা,টমেটো,লেবু ইত্যাদি এইসব মাখলে আপনার স্কিন আগের চেয়ে অনেক উজ্জ্বল হবে।
পানি খেলে কি ত্বক ফর্সা হয়?
নিয়মিত পর্যাপ্ত পানি পান করলে আপনার ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।শরীরে পানির অভাবে ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয়।প্রতিদিন অন্তত 2 লিটার পানি পান করা উচিত।
হলুদ দিয়ে কি ফর্সা হওয়া যায়?
হ্যা,হলুদ দিয়ে স্কিন কে উজ্জ্বল করা সম্ভব।এর জন্য এক চা চামচ হলুদ এর সাথে এক চা চামচ লেবুর রস,আধা চা চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে।এবং আপনার ত্বকে লাগিয়ে রাখুন।শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।