DSLR এর মত ছবি তুলুন আপনার ফোন দিয়েই।ডাউনলোড করে নিন সময়ের সেরা ক্যামেরা Lmc8.4 R18। সাথে পেয়ে যাচ্ছে 50+ config ফাইল।

Lmc8.4 R18,lmc config

আস্সালামুআলাইকুম,

কেমন আছেন সবাই?আসা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বর্তমানের সব চেয়ে জনপ্রিয় ক্যামেরা Lmc 8.4 R18 নিয়ে।সাথে আপনাদের জন্য বোনাস হিসেবে থাকছে 50+ Config ফাইল।
এই ক্যামেরার সাহায্যে আপনি আপনার ফোনের ছবি তুলার এক্সপেরিয়েন্স কে অনেক গুণ বৃদ্ধি করতে পারবেন।আপনার ফোনের যে ডিফল্ড ক্যামেরা রয়েছে তার থেকে কয়েকগুণ ভালো ছবি তুলতে পারবেন।

সব সময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে JOIN করুন

তবে একটি সমস্যা হলো এই ক্যামেরা সব ফোন সাপোর্ট করে না। যেসব ফোনের ক্যামেরা API ইনেবল নেই এবং প্রসেসর অনেক পুরনো সেই সব ফোন এ ক্যামেরাটি কাজ করে না।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
প্রথমে নিচের দেয়া লিংক এ ক্লিক করে ক্যামেরা টি ডাউনলোড করে নিন। 


👉👉Lmc 8.4 Config file download link Google drive / download in Teligram
আরো পড়ুন -

Lmc 8.4 R18 Download শেষ হলে ইন্সটল করে নিন।
এরপর কনফিগ ফাইল টি জিপ আকারে দেয়া আছে সেটিকে আনজিপ করে নিন।
এরপর ক্যামেরা তে প্রবেশ করুন সকল পারমিশন দিয়ে দিন। 
এখন নিচের দেখানো জায়গায় ডাবল ক্লিক করুন।


এখানে ডাবল ক্লিক করলে আপনাকে বলবে আপনার কোনো কনফিগ ফাইল নাই।
এখন ক্যামেরা থেকে বের হয়ে যান।এবং ফাইল ম্যানেজার এ প্রবেশ করুন। 
ফাইল ম্যানেজার এ প্রবেশ করলে LMC8.4 নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। না পেলে নিজে এই নামে একটি ফোল্ডার তৈরি করে নিবেন। ঠিক এই নামেই ফোল্ডার টি হতে হবে।

এখন আপনার আনজিপ করে রাখা সকল ফাইল গুলো এই ফোল্ডার এ কপি করুন।

কপি করা শেষ হলে আবার ক্যামেরাতে প্রবেশ করুন। এবং দেখানো জায়গায় ক্লিক করুন।

তাহলেই config file সিলেক্ট করার অপশন টি পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি config file সিলেক্ট করে import এ ক্লিক করুন।তাহলে আপনার ক্যামেরাটি একবার রিস্টার্ট নিবে। 

এখন একটা একটা করে এভাবে কনফিগ চেঞ্জ করে করে দেখুন কোনটি আপনার ফোনে সাপোর্ট করে এবং কোনটি দিয়ে ভালো ছবি উঠে। যেগুলো সাপোর্ট করবে না বা যেগুলোতে ভালো ছবি উঠবে না সেগুলো ফাইল ম্যানেজার এর LMC8.4 এই ফোল্ডার থেকে ডিলিট করে দিন।

এখন ছবি তুলুন আর সবাই কে চমকে দিন।DSLR এর মত ছবি তুলতে চাইলে PORTAIT মুডে ছবি তুলবেন।


👉👉যদি আপনার ফোনে ছবি তুলার পরে ছবির কালার সবুজ বা নীল হয়ে যায় তবে AWB এই অপশন টি অফ করে ছবি তুলুন।

সব সময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে JOIN করুন
আরো পড়ুন -

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ।
সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং telekiit24 এর সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
🚦📌📌টেলিকিট২৪.কম কোনো ফাইল স্ক্যান বা তৈরী করে না।আমরা যেসব ফাইল শেয়ার করি সেগুলো আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। আমাদের টিম সেগুলো সংগ্রহ করে আপনাদের জন্য শেয়ার করে। আমাদের ওয়েবসাইটে শেয়ার করা কোনো কন্টেন্ট সম্পর্কে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোনো প্রকার আপত্তি থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের মেইল করার ঠিকানা romanuzzaman@outlook.com🔅If any objections for our content, please email us directly: romanuzzaman@outlook.comFollow Us