DSLR এর মত ছবি তুলুন আপনার ফোন দিয়েই।ডাউনলোড করে নিন সময়ের সেরা ক্যামেরা Lmc8.4 R18। সাথে পেয়ে যাচ্ছে 50+ config ফাইল।
কেমন আছেন সবাই?আসা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বর্তমানের সব চেয়ে জনপ্রিয় ক্যামেরা Lmc 8.4 R18 নিয়ে।সাথে আপনাদের জন্য বোনাস হিসেবে থাকছে 50+ Config ফাইল।
এই ক্যামেরার সাহায্যে আপনি আপনার ফোনের ছবি তুলার এক্সপেরিয়েন্স কে অনেক গুণ বৃদ্ধি করতে পারবেন।আপনার ফোনের যে ডিফল্ড ক্যামেরা রয়েছে তার থেকে কয়েকগুণ ভালো ছবি তুলতে পারবেন।
তবে একটি সমস্যা হলো এই ক্যামেরা সব ফোন সাপোর্ট করে না। যেসব ফোনের ক্যামেরা API ইনেবল নেই এবং প্রসেসর অনেক পুরনো সেই সব ফোন এ ক্যামেরাটি কাজ করে না।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
প্রথমে নিচের দেয়া লিংক এ ক্লিক করে ক্যামেরা টি ডাউনলোড করে নিন।
Lmc 8.4 R18 Download শেষ হলে ইন্সটল করে নিন।
এরপর কনফিগ ফাইল টি জিপ আকারে দেয়া আছে সেটিকে আনজিপ করে নিন।
এরপর ক্যামেরা তে প্রবেশ করুন সকল পারমিশন দিয়ে দিন।
এখন নিচের দেখানো জায়গায় ডাবল ক্লিক করুন।
এখানে ডাবল ক্লিক করলে আপনাকে বলবে আপনার কোনো কনফিগ ফাইল নাই।
এখন ক্যামেরা থেকে বের হয়ে যান।এবং ফাইল ম্যানেজার এ প্রবেশ করুন।
ফাইল ম্যানেজার এ প্রবেশ করলে LMC8.4 নামে একটি ফোল্ডার দেখতে পাবেন। না পেলে নিজে এই নামে একটি ফোল্ডার তৈরি করে নিবেন। ঠিক এই নামেই ফোল্ডার টি হতে হবে।
তাহলেই config file সিলেক্ট করার অপশন টি পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটি config file সিলেক্ট করে import এ ক্লিক করুন।তাহলে আপনার ক্যামেরাটি একবার রিস্টার্ট নিবে।
এখন একটা একটা করে এভাবে কনফিগ চেঞ্জ করে করে দেখুন কোনটি আপনার ফোনে সাপোর্ট করে এবং কোনটি দিয়ে ভালো ছবি উঠে। যেগুলো সাপোর্ট করবে না বা যেগুলোতে ভালো ছবি উঠবে না সেগুলো ফাইল ম্যানেজার এর LMC8.4 এই ফোল্ডার থেকে ডিলিট করে দিন।
এখন ছবি তুলুন আর সবাই কে চমকে দিন।DSLR এর মত ছবি তুলতে চাইলে PORTAIT মুডে ছবি তুলবেন।
👉👉যদি আপনার ফোনে ছবি তুলার পরে ছবির কালার সবুজ বা নীল হয়ে যায় তবে AWB এই অপশন টি অফ করে ছবি তুলুন।
সব সময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে JOIN করুনসবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ।
সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং telekiit24 এর সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ।