নগদ কাস্টমার কেয়ার নাম্বার 2024 | Nagad customer care number

 নগদ কাস্টমার কেয়ার নাম্বার ( Nagad Customar Care Number )-

 নগদ হলো বাংলাদেশের একটি ডিজিটাল মোবাইল ব্যাংকিং সিস্টেম।এই নগদ মোবাইল ব্যাংকিং ব্যাবহার করে মুহূর্তের মধ্যেই একে অপরের সাথে টাকা লেনদেন করতে পারি খুব সহজেই।এছাড়াও আমাদের দৈনন্দিন প্রয়োজনে ছোট খাটো ট্রানজেকশন করে থাকি নগদ মোবাইল ব্যাংকিং ব্যাবহার করে।যেমন আমাদের ঘরের ইলেকট্রিক বিল,গ্যাসের বিল,পানির বিল,কোনো দোকান থেকে কিছু কিনলে সেগুলোর মূল্য পরিশোধ ইত্যাদি এই কাজ গুলো আমরা খুব সহজেই নগদের সাহায্যে করতে পারি।

বাংলাদেশে খুব অল্প সময়ে নগদ মোবাইল ব্যাংকিং সার্ভিস বেশ সুনাম অর্জন করেছে।যদিও বিকাশ এখনও বাংলাদেশের শীর্ষ মোবাইল ব্যাংকিং সেবা দানকারী প্রতিষ্ঠান ।কিন্তু বিকাশের পাশাপাশি নগদ ও বেশ সুনাম অর্জন করেছে।তাছাড়া অন্যান্য মোবাইল ব্যাংকিং এর তুলনায় নগদ এর সার্ভিস চার্জ কম এবং সারা বছরই বিভিন্ন অফার দিয়ে থাকে।যায় কারণে নগদে প্রতিনিয়ত কাস্টমারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।আর বিভিন্ন কারণে আমাদের নগদ কাস্টমার কেয়ার নাম্বার ( Nagad Customer Care Number ) প্রয়োজন হয়ে থাকে । প্রত্যেকটি সিস্টেমেই কিছু না কিছু সমস্যা হয়ে থাকে,তেমনি নগদেও নানা কারণে বিভিন্ন সমস্যা হয়ে থাকে।আমরা নগদ মোবাইল ব্যাংকিং ব্যাবহার করতে গিয়ে অনেক সময় ট্রানজেকশন পেন্ডিং কিংবা টাকা লেনদেনের সময় বিভিন্ন প্রবলেম হয়ে থাকে। আর এসব সমস্যার সমাধানের জন্য আমরা নগদ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে চাই।নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে চাইলে আপনার নগদ কাস্টমার কেয়ার নাম্বার প্রয়োজন হবে।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার 2024 | Nagad customer care number,নগদ কাস্টমার কেয়ার অনলাইন,নগদ কাস্টমার কেয়ার লোকেশন,নগদ কাস্টমার কেয়ার নাম্বার ২০২৩,নগদ কাস্টমার কেয়ার নাম্বার চট্টগ্রাম,নগদ কাস্টমার কেয়ার নাম্বার সিলেট,নগদ কাস্টমার কেয়ার নাম্বার গাজীপুর,নগদ কাস্টমার কেয়ার নাম্বার খুলনা,নগদ কাস্টমার কেয়ার নাম্বার রংপুর,নগদ কাস্টমার কেয়ার নাম্বার,nagad office number,নগদ কাস্টমার কেয়ার লোকেশন,নগদ নাম্বার,nagad customer care dhaka,নগদ অফিস নাম্বার,নগদ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ,নগদ এর কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে,নগদের অফিস নাম্বার,নগদ কল সেন্টার কোথায়

আজ এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদেরকে নগদ কাস্টমার কেয়ার নাম্বার এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার Nagad Customer Care Number

নগদ যেকোনো সমস্যা সম্পর্কিত জিজ্ঞাসার জন্য আপনি যেকোনো সময় নগদ কাস্টমার কেয়ার নাম্বার Nagad Customer Care Helpline এ যোগাযোগ করতে পারবেন।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার হলো Nagad Customer Care Number - 16167 অথবা 09609616167

নগদ কাস্টমার কেয়ার অনলাইন,নগদ কাস্টমার কেয়ার লোকেশন,নগদ কাস্টমার কেয়ার নাম্বার ২০২৩,নগদ কাস্টমার কেয়ার নাম্বার চট্টগ্রাম,নগদ কাস্টমার কেয়ার নাম্বার সিলেট,নগদ কাস্টমার কেয়ার নাম্বার গাজীপুর,নগদ কাস্টমার কেয়ার নাম্বার খুলনা,নগদ কাস্টমার কেয়ার নাম্বার রংপুর,নগদ কাস্টমার কেয়ার নাম্বার,nagad office number,নগদ কাস্টমার কেয়ার লোকেশন,নগদ নাম্বার,nagad customer care dhaka,নগদ অফিস নাম্বার,নগদ কাস্টমার কেয়ার নারায়ণগঞ্জ,নগদ এর কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে,নগদের অফিস নাম্বার,নগদ কল সেন্টার কোথায়

আপনি এই নাম্বার দুইটি থেকে যেকোনো একটি নাম্বারে কল করে  নগদ সম্পর্কিত আপনার প্রয়োজনীয় সমস্যার সমাধান নিতে পারবেন।আপনি নগদ কাস্টমার কেয়ার নাম্বার দিনে 24 ঘণ্টা এবং সপ্তাহে 7 দিন অর্থাৎ যে কোনো সময় কল দিতে পারবেন।এবং আপনার সমস্যাটি নগদ কাস্টমার কেয়ারে বললে তারা সমাধান করে দিবে।

নগদ কাস্টমার কেয়ার ইমেইল এড্রেস

আপনি নগদ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে নগদ কাস্টমার কেয়ার নাম্বার ছাড়াও তাদের ইমেইলে যোগাযোগ করতে পারেন।

নগদ কাস্টমার কেয়ার ইমেইল এড্রেস হলো 
info@nagad.com.bd

এই ইমেইলে নগদ সম্পর্কিত আপনার সমস্যা এবং স্ক্রীনশট পাঠাতে পারবেন।

নগদ কাস্টমার কেয়ার লোকেশন

আপনি চাইলে আপনার সমস্যাটি নিয়ে নগদ কাস্টমার কেয়ারে সরাসরি যোগাযোগ করতে পারেন।সারা বাংলাদেশে নগদ কাস্টমার কেয়ার অফিস রয়েছে। নগদ কাস্টমার কেয়ার নাম্বার এর মাধ্যমে আপনার সমস্যাটি সমাধান না হলেও আপনি তাদের অফিসে গিয়ে আপনার সমস্যার বিস্তারিত বলে তাদের সেবা গ্রহণ করতে পারবেন।

নগদ এর প্রধান কার্যালয় হলো ডেল্টা ডাহলিয়া টাওয়ার (লেভেল 13 ও 14 ), ৩৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা- ১২১৩ ।

নগদ প্রধান কার্যালয় ছাড়াও সারা দেশে যেসব নগদ কাস্টমার সার্ভিস অফিস রয়েছে সেগুলোর ঠিকানা দেখতে এখানে ক্লিক করুন।

নগদ কাস্টমার কেয়ার অফিস প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ( সরকারী ছুটির দিন ব্যতীত ) খোলা থাকে।আপনি এই সময়ের ভিতরে নগদ কাস্টমার কেয়ার অফিস গিয়ে আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন।

নগদ কাস্টমার কেয়ার নাম্বার কেনো প্রয়োজন 

আপনি যদি একজন নগদ গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার নগদ কাস্টমার কেয়ার নাম্বার প্রয়োজন হতে পারে। আমরা নগদ মোবাইল ব্যাংকিং ব্যাবহার করতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হই।আর কোনো কিছুই সমস্যার উর্ধ্বে নয়।তেমনি নগদ এও সমস্যা হতে পারে।যেমন লেনদেন আটকে যাওয়া,পিন ভুলে যাওয়া,একাউন্ট ব্লক হয়ে যাওয়া বা ভুল নাম্বারে টাকা চলে যাওয়া এইসব সমস্যা আমরা খুব সহজেই নগদ কাস্টমার কেয়ার নাম্বার Nagad Customer Care Number এর সাহায্যে সমাধান করতে পারি।

শেষ কথা

প্রিয় ভিজিটর, নগদ কাস্টমার কেয়ার নাম্বার Nagad Customer Care Number ,নগদ কাস্টমার কেয়ার লোকেশন এইসব বিষয়ে বিস্তারিত জানিয়েছি।আসা করি সকলেই আর্টিকেল টি মনোযোগ সহকারে পড়েছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন।আরো নতুন নতুন বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইট telekiit24.com এ নিয়মিত ভিজিট করুন ।প্রতিনিয়ত আপডেট থাকতে টেলিগ্রামে join করুন এবং গুগল নিউজ এ ফলো করুন।সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আর্টিকেল টি এখানেই শেষ করছি।সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ্ হাফেজ।

সব সময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে JOIN করুন

পোস্ট ট্যাগ 

নগদ কাস্টমার কেয়ার অনলাইন,নগদ কাস্টমার কেয়ার লোকেশন,নগদ কাস্টমার কেয়ার নাম্বার ২০২৩
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
🚦📌📌টেলিকিট২৪.কম কোনো ফাইল স্ক্যান বা তৈরী করে না।আমরা যেসব ফাইল শেয়ার করি সেগুলো আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। আমাদের টিম সেগুলো সংগ্রহ করে আপনাদের জন্য শেয়ার করে। আমাদের ওয়েবসাইটে শেয়ার করা কোনো কন্টেন্ট সম্পর্কে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোনো প্রকার আপত্তি থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের মেইল করার ঠিকানা romanuzzaman@outlook.com🔅If any objections for our content, please email us directly: romanuzzaman@outlook.comFollow Us