পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো | অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম, Police Clearance Certificate kivabe pabo
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো ( Police Clearance Certificate kivabe pabo ) অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম । বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন? আজকে আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করবেন ও কত টাকা লাগে ,
নতুন ভাবে কিকরে বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হয় , পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন, কিভাবে বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাবেন, অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করার নিয়ম ও বিস্তারিত তথ্য।
সব সময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে JOIN হোন
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো | অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম
যারা শুধু মাত্র বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে চান তারায় শুধুমাত্র অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে পারবেন।কিন্তু যারা দেশের মধ্যে কোনো কাজ বা প্রয়োজনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে চান তাদেরকে জেলা এসবি অফিসে যোগাযোগ করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স কি
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হচ্ছে পুলিশ প্রদত্ত একটি ছাড়পত্র বা প্রত্যায়ন পত্র।পুলিশ এই মর্মে প্রত্যায়ন দেয় যে আপনি দেশের একজন সু নাগরিক।আপনি কোনো অপরাধের সাথে জড়িত নন।বা আপনার নামে কোনো মামলা নাই।কেও যদি অপরাধী হয় বা পুলিশ এর কাছে তার নামে কোনো মামলা থাকলে সে কোনো ভাবেই এই ছাড়পত্র নিতে পারে না।
শুধু মাত্র দেশের একজন সু নাগরিক পুলিশ এর এই প্রত্যায়ন পত্র পেয়ে থাকে।আপনি দেশের একজন সু নাগরিক এবং আপনার নামে থানায় কোনো মামলা নাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হচ্ছে তার প্রমাণ স্বরূপ।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট Police Clearance Certificate পাওয়ার জন্য আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে ফরম পূরণ করতে হবে ।সঠিক ভাবে ফরম পূরণ করা হলে অনলাইন এর মাধ্যমে চালান পরিশোধ করতে হবে।
সঠিক ভাবে আবেদন পূরণ করা হলে আপনার আবেদনটি আপনার বর্তমান বা স্থায়ী ঠিকানায় অবস্থিত থানায় ফরওয়ার্ড করা হবে।এর পর আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় যোগাযোগ করুন।আপনার নামে কোনো মামলা না থাকলে এবং আপনি দেশের একজন সু নাগরিক হলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন।
পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি কাগজ লাগে
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট Police Clearance Certificate করার জন্য আপনার যেসব কাগজপত্র লাগবে টা হলো,
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৩ মাস থাকতে হবে।
- আবেদন করার সময় আপনার বর্তমান ঠিকানা হিসেবে পাসপোর্টে আপনার যে স্থায়ী বা জরুরি ঠিকানা আছে তার মধ্যে যে কোনো একটি ব্যাবহার করতে হবে। উল্লেখ্য যে আপনি যে ঠিকানা দিবেন আপনাকে অবশ্যই সেই ঠিকানার বাসিন্দা হতে হবে।
- আপনার পাসপোর্ট যদি মেশিন রিডেবল হয় এবং পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তাহলে ঠিকানার প্রমাণ স্বরূপ আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের বা জন্মনিবন্ধন বা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্র প্রথম শ্রেণীর শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে জমা দিতে হবে।
- আপনি যদি বিদেশে অবস্থান করেন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেটে চান তাহলে আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশের বাংলাদেশ দূতাবাস হাইকমিশন কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি আবেদনের সাথে জমা দিতে হবে।
- যারা দেশের বাইরে থেকে পাসপোর্ট ইস্যু বা রি ইস্যু করেছেন তারা পুলিশ ক্লিয়ারেন্স পাবার জন্য সর্বশেষ এরাইভাল সিল সম্বলিত পৃষ্টা টির স্ক্যান কপি জমা দিতে হবে।
- যারা প্রবাসে আছেন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে চান আপনি যার মাধ্যমে সার্টিফিকেট টি সংগ্রহ করবেন তাকে সত্যায়ন পূর্বক একটি অনুমতি পত্র আবেদনের সাথে আপলোড করতে হবে ।
- বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে পুলিশ ক্লিয়ারেন্স চালান কোড : ১-৭৩০১-০০০১-২৬৮১ কোড ৫০০টাকা মূল্যমানের ট্রেজারি চালান অথবা অনলাইন মাধ্যমে নির্ধারিত সার্ভিস চার্জ সহ ফি পরিশোধ করতে হবে।
অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম
বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট Police Clearance Certificate এর জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ।অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন :-
১. একাউন্ট রেজিস্ট্রেশন
প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইট https://pcc.police.gov.bd/ords/pcc2/r/pcc/home এখানে ভিজিট করুন।ওয়েবসাইটে প্রবেশ করলে রেজিস্ট্রেশন বাটন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।এখন একটি ফ্রম আসবে সেটি সঠিক ভাবে পূরণ করুন।
এখানে নামের জায়গায় আপনার নাম পাসপোর্ট অনুসারে বড় হাতের অক্ষরে দিবেন।এরপর যথাক্রমে ইমেইল, ফোন নাম্বার,nid নম্বর দিন ।এরপর পাসওয়ার্ড দিবেন এবং নিচের ক্যাপচা টি পূরণ করুন।আপনি যদি বিদেশি নাগরিক বা শিশু হন তাহলে foreign/child এখানে টিক দিবেন।
2.মোবাইল নাম্বার ভেরিফিকেশন
এখন আপনার নাম্বারটি ভেরিফাই করার জন্য আপনার নম্বর এ একটি কোড দেয়া হবে।আপনি যে মোবাইল নাম্বার টি দিয়েছেন সেই নম্বর থেকে কোডটি একটি এসএমএস এর মাধ্যমে আপনার নম্বর টি ভেরিফাই করুন।এসএমএস করবেন 26969 এই নম্বরে।
আপনার একাউন্ট verification হলে your account is successfully verified মেসেজ পাবেন।এখন আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে sign in করুন।
৩.পুলিশ ক্লিয়ারেন্সের উদ্দেশ্য বাছাই
এরপর উপরের মেনু বার থেকে Apply তে ক্লিক করুন।আপনার পুলিশ ক্লিয়ারেন্স কেনো প্রয়োজন এখানে সেটি সিলেক্ট করতে হবে।বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করলে Go abroad এখানে টিক দিয়ে তার নিচে দেশের নাম সিলেক্ট করে দিন।
৪.ব্যাক্তিগত তথ্য
এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী সকল তথ্য পূরণ করবেন।এবং একটি পাসপোর্ট সাইজ এর ছবি আপলোড দিবেন।ছবিটির সাইজ হবে সর্বোচ্চ 150kb.
৫. যোগাযোগের ঠিকানা
এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার ঠিকানা দিবেন।Emergency Contact Address এখানে আপনারা জরুরী যোগাযোগ ঠিকানা দিবেন এবং Parmanent Contact Address এখানে স্থায়ী ঠিকানা দিবেন।
৬. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড
এখানে আপনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয় পত্র আপলোড করুন।জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন বা ওয়ার্ড কাউন্সিলর এর প্রত্যায়ন পত্র দিতে হবে।
৭. তথ্য যাচাই করুন
পুলিশ ক্লিয়ারেন্স নেয়ার জন্য আপনি যেসব তথ্য দিয়েছেন সেগুলো ভালো করে চেক করে নিন।কোথাও কোনো ভুল থাকলে সেটি ঠিক করে Final Submit এখানে টিক দিয়ে কমফ্রম করুন।
৮. চালান পরিশোধ
আবেদন সাবমিট করা হলে চালান পরিশোধ করতে হবে। আপনি ব্যাংকে গিয়ে চালান পরিষদ করতে পারবেন তবে তাতে ভেরিফাই হতে সময় নিবে তায় আপনি অনলাইন এ চালান পরিশোধ করুন।সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে।
চালান পরিশোধ করা হলে চালান কপির পিডিএফ ফাইল ডি ডাউনলোড করে সংরক্ষণ করুন।এবং my account থেকে upload challan এখানে ক্লিক করে চালান কপিটি আপলোড করুন।
এখন যে তথ্য গুলো চাবে সঠিক ভাবে পূরণ করুন।
এখানে ব্যাংক নাম Sonali Bank দিবেন।
District - Dhaka
Branch - local office branch সিলেক্ট করুন
এরপর জমার তারিখ ও চালান নাম্বার দিয়ে চেক চালান এখানে ক্লিক করুন।
যদি জমাকারির নাম দেখতে পান তাহলে বুঝবেন চালান আপডেট হয়েছে।
আপনি যদি অফলাইনে চালান পরিশোধ করে থাকেন তাহলে একদিন পরে চালান আপলোড করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স পেতে কতদিন সময় লাগে
তদন্তের সময়ের উপর নির্ভর করে পুলিশ ক্লিয়ারেন্স কত দিনে পাওয়া যায়।সাধারণ ৭ থেকে ১৫ কর্মদিবসের মধ্যে এটি আপনি পেটে যাবেন।
পুলিশ ক্লিয়ারেন্স চেক করার নিয়ম
আপনি মোবাইল থেকে এসএমএস দিয়ে পলিশ ক্লিয়ারেন্স এর সর্বশেষ অবস্থা জানতে পারবেন।এজন্য আপনার আবেদন রেফারেন্স নাম্বারটি প্রয়োজন হবে। ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন PCC S আপনার রেফারেন্স নাম্বার লিখে সেন্ড করুন 26969 নম্বরে।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ কতো দিন?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ ৩ মাস বা ৯০ দিন।পুলিশ ক্লিয়ারেন্স নেয়ার পর আপনাকে ৯০ দিনের ভিতরে বিদেশ যেতে হবে।
FAQ
পুলিশ ক্লিয়ারেন্স চেক করার নিয়ম
আপনি মোবাইলের মাধ্যমে আপনার পুলিশ ক্লেয়ারেন্স চেক করতে পারবেন। পুলিশ ক্লেয়ারেন্স চেক করার জন্য ম্যাসেজ অপসন এ গিয়ে লিখুন PPC S এবং রেফারেন্স নম্বর তারপর সেন্ড করুন ২৬৯৬৯ নম্বরে।
পুলিশ ক্লেয়ারেন্স সার্টিফিকেট মেয়াদ কতদিন
পুলিশ ক্লেয়ারেন্স সার্টিফিকেট মেয়াদ ৩ মাস। সার্টিফিকেট পাওয়ার ৩ মাসের ভিতরে আপনাকে বিদেশ গমন করতে হবে।
পুলিশ ক্লেয়ারেন্স কতদিনে পাওয়া যায়
সঠিক ভাবে আবেদন করলে এবং আপনি দেশের একজন সু নাগরিক হলে ৭ থেকে ১৫ কর্মদিবসের ভিতরে আপনি পুলিশ ক্লেয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন।
পুলিশ ক্লেয়ারেন্স হেল্পলাইন নম্বর কত
পুলিশ ক্লেয়ারেন্স হেল্পলাইন নাম্বার হলো ০১৩২০০০১৮২৪, ০১৩২০০০১৮২৫ রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা সরকারি ছুটির দিন ব্যাতিত। ইমেইল help.pcc@police.gov.bd
শেষ কথা
আজকের আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাবো,অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম, পলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে কোথায় যোগাযোগ করতে হয়, পুলিশ ক্লিয়ারেন্স চেক, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ কতোদিন,পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে কতোদিন লাগে, পুলিশ ক্লিয়ারেন্স করতে কতো টাকা লাগে, পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি কাগজ লাগে এইসব বিষয়ে বিস্তারিতো আলোচনা করেছি।আসা করি সবাই বুঝতে পেরেছেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আর্টিকেল টি এখানেই শেষ করছি, আল্লাহ্ হাফেজ।