পুলিশ কিভাবে কল লিস্ট বের করে । police kivabe call list ber kore
পুলিশ চাইলেই আমাদের কল লিস্ট বের করতে বা দেখতে পারে। কল লিস্ট বের করার অর্থ হচ্ছে আমরা কখন কার সাথে কতক্ষণ কথা বলেছি সেটি পুলিশ চাইলেই দেখতে পারবে। আমাদের ভিতরে অনেকে আছে পুলিশ কিভাবে কল লিস্ট বের করে সে সম্পর্কে জানে না।
তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুলিশ কিভাবে কল লিস্ট বের করে police kivabe call list ber kore । পাশাপাশি আরও বলবো পুলিশ কিভাবে কল রেকর্ড বের করে। পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কেউ কি পুলিশের মত কল লিস্ট বের করতে পারবে। পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এ কারণে পোস্ট টি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
সব সময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে JOIN করুন
পুলিশ কিভাবে কল লিস্ট বের করে
পুলিশ কিভাবে কল লিস্ট বের করে সে সম্পর্কে আমাদের সঠিক ধারণা না থাকার কারণে আমাদের ভিতরে অনেকেই মনে করে, পুলিশ হয়তো নিজে নিজেই কল লিস্ট বের করতে পারে। কিন্তু আমাদের এই ধারনা সম্পূর্ণ ভুল। কারণ নিজে থেকে পুলিশ কখনো কারো কল লিস্ট বের করতে পারেনা। অর্থাৎ যে কারো কল লিস্ট পুলিশের বের করার অনুমতি নেই। পুলিশ তার প্রয়োজনে সিম কোম্পানির মাধ্যমে কোন ব্যক্তির কল লিস্ট বের করতে পারে।
পুলিশ যখন কারো কল লিস্ট বের করতে চাই তখন ওই ব্যক্তি যে সিম ব্যবহার করছে সেই সিম অপারেটরের সাথে পুলিশ যোগাযোগ করে। এবং সেম কোম্পানি সেই সিমের একটি কললিস্ট এর কপি পুলিশের কাছে পাঠাই। এভাবে পুলিশ কোন ব্যক্তির কল লিস্ট সম্পর্কে জানতে পারে।
পুলিশ কার কল লিস্ট বের করে
এখন আমরা জানবো পুলিশ কার কল লিস্ট বের করে এবং পুলিশ কিভাবে কল লিস্ট বের করে সে সম্পর্কে।পুলিশ কখনো সবার কল লিস্ট বের করে না। আবার চাইলেও পুলিশ যে কারো কল লিস্ট বের করতে পারে না। পুলিশ যে লোকের কল লিস্ট বের করতে চাচ্ছেন তার বিরুদ্ধে কোন অপরাধের উপযুক্ত প্রমাণ বা মামলা থাকতে হবে। শুধুমাত্র মামলার সাহায্যের উদ্দেশ্যে পুলিশ কারো কল লিস্ট বের করতে পারে। আর পুলিশ সাধারণত অপরাধী ছাড়া কল লিস্ট বের করেনা। আর বর্তমানে কোন অপরাধের সুত্র বের করার জন্য কল লিস্ট অনেক প্রয়োজনীয় একটি উপাদান।
তাছাড়া পুলিশ কোন কারণ ছাড়া কারো কল লিস্ট দেখতে পারেনা, দেখলে তাকে নানা আইনগত সমস্যার সম্মুখীন হতে হয়।
কিভাবে পুলিশের মত কললিস্ট বের করা যায়
আমরা চাইলেই পুলিশের মতো কল লিস্ট বের করতে পারবো না। কারণ সেম কোম্পানির অনুমতি ছাড়া কেউ কল লিস্ট বের করতে পারেনা।পুলিশ যখন কারো কল লিস্ট বের করে তখন যে মামলার প্রয়োজনে কল লিস্ট বের করা হচ্ছে সেই মামলার একটি কপি সিম কোম্পানিতে জমা দিতে হয়। সাধারণ কোনো মানুষ পুলিশের মত করে সিম কোম্পানি থেকে কল লিস্ট বের করতে পারবেনা।
প্রত্যেকটা সিম কোম্পানির একটা কাস্টমার পলিসি রয়েছে। সেই পলিসি অনুযায়ী প্রত্যেকটা কাস্টমারের ব্যক্তিগত তথ্য সিম কোম্পানি কখনো কারো সাথে শেয়ার করবে না।
অন্যের কল লিস্ট বের করার নিয়ম|অন্যের কল লিস্ট বের করার উপায়
আপনারা এতক্ষণ জানলেন পুলিশ কিভাবে কল লিস্ট বের করে সেই সম্পর্কে। এই পোস্ট থেকে আপনারা এটাও জানলেন আমরা কোন সাধারণ মানুষ পুলিশের মত করে কল লিস্ট বের করতে পারবো না।
তবে পুলিশের মত করে না হলেও অন্য কিছু টেকনিক অবলম্বন করে আমরা কল লিস্ট দেখতে পারি। এই কাজটি করার জন্য আপনি যেই সিম কোম্পানির কল লিস্ট বের করতে চাচ্ছেন সেই কোম্পানির অফিসিয়াল এপ্লিকেশনটি প্রয়োজন হবে।
ধরেন আপনি যদি রবি সিমের কল লিস্ট বের করতে চান তাহলে আপনার My Robi এই অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে।আবার জিপি সিমের কল লিস্ট বের করতে চাইলে My GP অ্যাপ্লিকেশন এর প্রয়োজন হবে। এমনই প্রত্যেকটি সিমেরই একটি করে অ্যাপ্লিকেশন আছে।
কারো কল লিস্ট বের করার জন্য আপনাকে সেই সিমের অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করে যেই নাম্বারের কল লিস্ট বের করতে চাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে লগইন করতে হবে। লগইন করার সময় সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে। এই কোডটি আপনি পেয়ে গেলেই আপনি অ্যাপ্লিকেশন টিতে প্রবেশ করতে পারবেন এবং কল হিস্ট্রি অপশন থেকে কল লিস্ট দেখতে পারবেন।
পুলিশ এবং সাধারণ মানুষের কল লিস্ট বের করার মাঝে পার্থক্য রয়েছে। পুলিশ যখন কারো কল লিস্ট বের করে তখন সেই সিমে কোনো কোড যায় না।আর আমরা বের করতে গেলে এই সিম অনেকটা কোড যায়।এই কোড ছাড়া আমরা কল লিস্ট বের করতে পারবো না।এককথায় বলা যায় আপনি কখনো সরাসরি পুলিশের মত কল লিস্ট বের করতে পারবেন না।
আসা করি পুলিশ কিভাবে কল লিস্ট বের করে সেটি বুঝতে পেরেছেন ।
শেষ কথা
প্রিয় পাঠকগণ, আজকের আর্টিকেল আপনাদের বোঝানোর চেষ্টা করেছি পুলিশ কিভাবে কল লিস্ট বের করে।আসা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে।আমাদের সম্পর্কে যে কোনো বিষয়ে জানাতে কমেন্ট করতে পারেন।সব সময় আপডেট থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।এবং গুগল নিউজে ফলো করুন।
পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আর্টিকেল শেষ করছি। আল্লাহ্ হাফেজ।