সাজেক হোটেল বুকিং - sajek hotel booking - sajek hotel contact number

সাজেক হোটেল বুকিং কিভাবে দিবেন এ বিষয়ে অনেকেই জানতে চান। তাদের জন্যই আজকের এই পোস্টটি। সাজেক হচ্ছে বর্তমানে বাংলাদেশের ভিতরে অন্যতম জনপ্রিয় ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। তাই বাংলাদেশের অনেক মানুষ সেখানে ঘুরতে যেতে চাই। কিন্তু সেখানে গেলে কোথায় থাকবেন সাজেক হোটেল বুকিং - sajek hotel booking কিভাবে দিবেন এবং সাজেক হোটেল বুকিং প্রাইস কত এ বিষয়ে জানতে চান। আজকে আমি আপনাদের সাজেক হোটেল বুকিং এবং সাজেক হোটেল বুকিং প্রাইস কত এ বিষয়ে বিস্তারিত জানাবো।

আমাদের ভিতরে অনেকেই সাজেকে ঘুরতে যেতে চান কিন্তু সাজেকে গিয়ে কোথায় থাকবেন এটা বুঝে উঠতে পারেন না। আপনি যেখানেই ঘুরতে যান আপনার একটি থাকা জায়গার প্রয়োজন তেমনি সাজেকে ঘুরতে গেলেও আপনার একটি থাকার জায়গার প্রয়োজন হবে। এখানে পর্যটকদের কথা বিবেচনা করে অনেক ভালো ভালো থাকার জায়গা তৈরি হয়েছে। আজকে আমি আপনাদের সাথে সাজেক হোটেল বুকিং নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক।

সাজেক হোটেল বুকিং সম্পর্কে বিস্তারিত

সাজেক ভ্যালি সম্পর্কে

আকাশে সাদা মেঘের উড়াবুড়ি দেখতে কার না ভালো লাগে আবার অনেক সময় তো আমাদের ইচ্ছে করে মেঘ টিকে যদি একটু ছুঁয়ে দিতে পারতাম। সাজেক ভ্যালি তেমনি এক স্থান। যেখানে আসলে আপনার স্বপ্ন টিকে পূরণ করতে পারেন।

সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাই অবস্থিত। বাংলাদেশের অন্যতম বড় একটি ইউনিয়ন হচ্ছে সাজেক। সাজেকের আয়তন 702 বর্গমাইল।

সাজেক হোটেল বুকিং,sajek hotel contact number,সাজেক ভ্যালি রিসোর্ট,সাজেক হোটেল বুকিং প্রাইস,সাজেক ভ্যালিতে সস্তা ও সেরা রিসোর্ট,সাজেক হোটেল লিস্ট,সাজেক রিসোর্ট ভাড়া কত,সাজেকের সবচেয়ে ভালো রিসোর্ট,সাজেক রিসোর্ট লিস্ট,সাজেক রিসোর্ট কোথায়,সাজেক ভ্যালি রিসোর্ট মূল্য তালিকা,সাজেক রিসোর্ট লিস্ট,কুড়ে ঘর রিসোর্ট সাজেক,সাজেক ভ্যালি রিসোর্ট বুকিং,সাজেক রিসোর্ট ছবি,সাজেক রিসোর্ট নাম্বার,সাজেকের সবচেয়ে ভালো রিসোর্ট,সাজেক ভ্যালি রিসোর্ট মূল্য তালিকা,সাজেক রিসোর্ট লিস্ট,কুড়ে ঘর রিসোর্ট সাজেক,সাজেক হোটেল লিস্ট,সাজেক ভ্যালি হোটেল ভাড়া কত,সাজেক রিসোর্ট বুকিং,সাজেক ভ্যালি ভ্রমণ খরচ ২০২৩,সাজেক রিসোর্ট নাম্বার,Sajek hotel contact number bangladesh

সাজেকের চারপাশে সাদা সূর্য মেঘের ভেলা আপনার মনের ক্লান্তিকে নিমিষেই দূর করে দেবে। সাজেকে এক এক সময় এক এক রূপ দেখা যায় । সকালে এক রূপ দুপুরে কিংবা রাতে ভিন্ন রূপ এভাবেই সাজেক দর্শনার্থীদের তার দিকে আকর্ষণ করে। সারাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা প্রকৃতির সৌন্দর্য অবলোকন করার জন্য সাজেক ভ্যালিতে ছুটে আসে।

আপনি যদি সাজেকের সম্পূর্ণ রূপ ও সৌন্দর্য অবলোকন করতে চান হলে আপনাকে আসতে হবে বর্ষা শরৎ ও হেমন্ত ঋতুতে। এই সময়ে সবচেয়ে বেশি পর্যটকেরা সাজেকে ভিড় জমান। আসলে পায়ের তলায় মেঘ পাহাড় এবং এই বিশাল সবুজের সমুদ্র দেখতে কার না ভালো লাগে। আপনি যদি সাজেক যাওয়ার চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনাকে আগে সাজেক হোটেল বুকিং কিভাবে দিবেন এবং সাজেক হোটেল বুকিং সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

সাজেক হোটেল বুকিং,sajek hotel contact number,সাজেক ভ্যালি রিসোর্ট,সাজেক হোটেল বুকিং প্রাইস,সাজেক ভ্যালিতে সস্তা ও সেরা রিসোর্ট,সাজেক হোটেল লিস্ট,সাজেক রিসোর্ট ভাড়া কত,সাজেকের সবচেয়ে ভালো রিসোর্ট,সাজেক রিসোর্ট লিস্ট,সাজেক রিসোর্ট কোথায়,সাজেক ভ্যালি রিসোর্ট মূল্য তালিকা,সাজেক রিসোর্ট লিস্ট,কুড়ে ঘর রিসোর্ট সাজেক,সাজেক ভ্যালি রিসোর্ট বুকিং,সাজেক রিসোর্ট ছবি,সাজেক রিসোর্ট নাম্বার,সাজেকের সবচেয়ে ভালো রিসোর্ট,সাজেক ভ্যালি রিসোর্ট মূল্য তালিকা,সাজেক রিসোর্ট লিস্ট,কুড়ে ঘর রিসোর্ট সাজেক,সাজেক হোটেল লিস্ট,সাজেক ভ্যালি হোটেল ভাড়া কত,সাজেক রিসোর্ট বুকিং,সাজেক ভ্যালি ভ্রমণ খরচ ২০২৩,সাজেক রিসোর্ট নাম্বার,Sajek hotel contact number bangladesh


আজকের আমাদের এই আয়োজনে আপনাদেরকে সাজেক হোটেল বুকিং , সাজেক ভ্যালি রিসোর্ট এর রুম ভাড়া,sajek hotel contact number এই সম্পর্কে বিস্তারিত জানবো।

সাজেক হোটেল বুকিং - সাজেকের রিসোর্ট ও কটেজ

রিসোর্ট রুংরাং ( Resort RungRang ):

সাজেকে অনেক রিসোর্ট রয়েছে তবে তাদের মধ্যে বেস্ট একটি রিসোর্ট হচ্ছে রিসোর্ট রুংরাং। এই রিসোর্টে বসেই আপনি দেখতে পাবেন দিকজোড়া সারি সারি পাহাড় আর সাদা মেঘের উড়াউড়ি। এই বিষয়টির ডিজাইনও খুব নান্দনিক। 

এখানে রয়েছে চারটি ডাবল রুম ও চারটি কাপল রুম। ছুটির দিনে ডাবল রুমের ভাড়া ৩৫০০ টাকা এবং কাপল রুমের ভাড়া ২৮০০ টাকা। ছুটির দিন ছাড়া অন্যান্য দিনে ডাবল রুমের ভাড়া ২৮০০ টাকা এবং রুমের ভাড়া ২০০০ টাকা।

বুকিং এর জন্য যোগাযোগ করুন 01884710723, 01869649817,
তাদের ফেসবুক পেইজ

সাজেক রিসোর্ট ( Sajek Resort ):

বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা সাজেক রিসোর্ট পরিচালিত হয় তাই এখানে রুম ভাড়া নিতে হলে সেনাবাহিনী থেকে রেফারেন্স নিতে হয়। আবার সেনাবাহিনী দ্বারা পরিচালিত হওয়ায় এই রিসোর্টের ভাড়া অন্য সকল রিসোর্ট এর তুলনায় একটু বেশি। এই রিসোর্টের ভাড়া ১০ হাজার থেকে ১৫ হাজার হয়ে থাকে। এখানে খাবারের ব্যবস্থা আছে।তবে যারা সেনাবাহিনীতে কর্মরত আছেন বা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা তাদের জন্য ডিসকাউন্ট রয়েছে।

যোগাযোগের ঠিকানা: 01859025694, 01847070395, 01769302370

মেঘপুঞ্জি রিসোর্ট ( Meghpunji Resort ):

সাজেকের অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় রিসোর্ট হচ্ছে মেঘপুঞ্জী রিসোর্ট। এখানে চারটি কটেজ রয়েছে। প্রতিটি কটেজে চারজন করে থাকা যায়।

মেঘপুঞ্জি রিসোর্টের তিনটি কটেজের ভাড়া ৪০০০ টাকা এবং একটি কটেজের ভাড়া ৪৫০০ টাকা।এখানে ২৪ ঘন্টা পানী ও বিদ্যুৎ সুবিধা রয়েছে। এই রিসোর্টের জনপ্রিয়তা একটি বেশি হাওয়াই এখানে রুম পাওয়া একটু কষ্টকর। মেঘপুঞ্জি রিসোর্টে থাকতে চাইলে অন্তত এক মাস আগে বুকিং দিতে হয়।

মোবাইল নাম্বার:01815761065, 01814275755
তাদের ওয়েবসাইট
ফেসবুক পেইজ

মেঘ মাচাং (Megh Machang):

রুইলুই পাড়ায় অবস্থিত মেঘ মাচাং রিসোর্ট সুন্দর ভিউ এর জন্য অনেকে পছন্দ করে থাকেন। মেঘ মাচাং রিসোর্টে দুই ধরনের পাঁচটি কটেজ রয়েছে। ছুটির দিন ছাড়া ব্যাম্বো কটেজের ভাড়া ৩৫০০ টাকা এবং উডেন কটেজের ভাড়া চার হাজার টাকা।ছুটির দিনে এই ভাড়া ৫০০ টাকা করে বেশি। এখানে প্রতিটি কটেজের সাথে পাবেন খোলা বারান্দা।যেখান থেকে আপনি সাদা মেঘের উড়াউড়ি উপভোগ করতে পারবেন।

যোগাযোগ:01822168877
ফেসবুক পেইজ

রুন্ময় রিসোর্ট (Runmoy Resort):

এখানে ৫টি রুম আছে। এক রুমে দুইজন করে থাকতে পারবেন। নিচতলার ভাড়া ৪৫০০ টাকা এবং উপর তলার ভাড়া পাঁচ হাজার টাকা। আপনি চাইলে ৬০০ টাকা দিয়ে অতিরিক্ত একটি বেড নিতে পারবেন।
যোগাযোগ:0186547688

লুসাই কটেজ (TGB Lushai Cottage):

এই কটেজটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাজেক রিসোর্ট এর বিপরীত পাশে অবস্থিত। এই কটেজটি ফেসবুক ভিত্তিক জনপ্রিয় ট্রাভেল গ্রুপ "টুর গ্রুপ বিডি"কর্তৃক পরিচালিত। আপনি এখানে কাপল, ফ্যামিলি এবং গ্রুপ এই বিভিন্ন ক্যাটাগরিতে রুম পেয়ে যাবেন। এখানে রুমের ভাড়া ২৫০০ টাকা থেকে চার হাজার পাঁচশ টাকা পর্যন্ত পড়বে। ছুটির দিন ছাড়া গেলে ৫০০ টাকা ছাড় পেতে পারেন।

যোগাযোগ:01634198005
তাদের ফেসবুক পেইজ

ম্যাডভেঞ্চার রিসোর্ট (Madventure Resort):

ম্যাডভেঞ্চার রিসোর্ট তিনটি মেঘ ভিউ পয়েন্ট নিয়ে তৈরি হওয়ায় এটি সব সময় পর্যটকদের কাছে আগ্রহের একটি কেন্দ্রবিন্দুতে থাকে।এটি সাজেক ভ্যালির প্রবেশদ্বারে স্টোনগার্ডেনের বিপরীতে অবস্থিত।এখানে রয়েছে প্রশস্থ বারান্দা।এখানে আরও পাবেন ২৪ ঘন্টা পানি ও ইলেকট্রিসিটি।এখানে প্রিমিয়াম কাপল রুমের ভাড়া ৪০০০ টাকা । কাপল ক্লাসিক রুম ভাড়া আর ডাবল ক্লাসিক রুম ভাড়া ৩৫০০ টাকা।

যোগাযোগ: 01885424242
ফেসবুক পেইজ

জুমঘর ইকো রিসোর্ট (Jumghor Eco Resort):

এখানে ৬ টি রুম রয়েছে।এখনের ভাড়া ৪০০০ টাকা।মেঘ দেখার জন্য এখানে পেয়ে যাবেন বিশাল বারান্দা।
যোগাযোগ:01884208060
ফেসবুক পেইজ

সম্পারি রিসোর্ট ( Sampari Resort):

এখানে পেয়ে যাবেন খোলামেলা পরিবেশ এবং চমৎকার ভিউ পয়েন্ট । এখানে হানিমুন, ফ্যামিলি,কাপল ,গ্রুপ বিভিন্ন ক্যাটাগরিতে রুম পেয়ে যাবেন।

কাপল কটেজের ভাড়া ৩৫০০টাকা।কাপল রুমের ভাড়া ২৫০০ টাকা।দুই বেডের রুম ৩৫০০ টাকা এবং ৩ বেডের রুম ৪০০০টাকা।৫০০ টাকা দিয়ে অতিরিক্ত বেড পাওয়া জাবে।
ছুটির দিন ছাড়া অন্য দিনে গেলে ৫০০টাকা ডিসকাউন্ট পাবেন।
যোগাযোগ 01835538083


সাজেক হোটেল বুকিং,sajek hotel contact number,সাজেক ভ্যালি রিসোর্ট,সাজেক হোটেল বুকিং প্রাইস,সাজেক ভ্যালিতে সস্তা ও সেরা রিসোর্ট,সাজেক হোটেল লিস্ট,সাজেক রিসোর্ট ভাড়া কত,সাজেকের সবচেয়ে ভালো রিসোর্ট,সাজেক রিসোর্ট লিস্ট,সাজেক রিসোর্ট কোথায়,সাজেক ভ্যালি রিসোর্ট মূল্য তালিকা,সাজেক রিসোর্ট লিস্ট,কুড়ে ঘর রিসোর্ট সাজেক,সাজেক ভ্যালি রিসোর্ট বুকিং,সাজেক রিসোর্ট ছবি,সাজেক রিসোর্ট নাম্বার,সাজেকের সবচেয়ে ভালো রিসোর্ট,সাজেক ভ্যালি রিসোর্ট মূল্য তালিকা,সাজেক রিসোর্ট লিস্ট,কুড়ে ঘর রিসোর্ট সাজেক,সাজেক হোটেল লিস্ট,সাজেক ভ্যালি হোটেল ভাড়া কত,সাজেক রিসোর্ট বুকিং,সাজেক ভ্যালি ভ্রমণ খরচ ২০২৩,সাজেক রিসোর্ট নাম্বার,Sajek hotel contact number bangladesh

অন্য আরো সাজেক রিসোর্ট নাম্বার

  • আদ্রিতা ইকো রিসোর্ট: ভাড়া ৩৫০০-৪০০০ টাকা ।যোগাযোগ 01877722859 ফেসবুক পেইজ
  • ছায়ানিড় ইকো রিসোর্ট: ভাড়া ৩০০০-৩৫০০ টাকা।যোগাযোগ:01881164864 ফেসবুক পেইজ
  • ট্রিনিটি রিসোর্ট : ভাড়া ৪০০০-৪৫০০ টাকা।যোগাযোগ 01869232224  ফেসবুক পেইজ
  • চাঁদের বাড়ি রিসোর্ট: ভাড়া ৩০০০-৪০০০টাকা।যোগাযোগ 01862643860  ফেসবুক পেইজ
  • লক্ষণ কটেজ সালকা: ভাড়া ২৫০০-৪০০০টাকা।যোগাযোগ 01847356781  ফেসবুক পেইজ
  • রুলুই রিসোর্ট: ভাড়া ৪০০০-৫০০০ টাকা।যোগাযোগ 01632030000  ফেসবুক পেইজ
  • সুমুই ইকো কটেজ: ভাড়া ৪০০০ টাকা।যোগাযোগ 01880908448  ফেসবুক পেইজ
  • ঝি ঝি পোকা বাড়ি: ভাড়া ২০০০- ২৫০০টাকা । যোগাযোগ 01869157666  ফেসবুক পেইজ
  • রক প্যারাডাইজ কটেজ: ভাড়া ২৫০০-৫০০০ টাকা।যোগাযোগ 01842380234  ফেসবুক পেইজ
  • অবকাশ ইকো কটেজ: ভাড়া ২৫০০-৩০০০ টাকা ।যোগাযোগ 01844172492  ফেসবুক পেইজ
  • মেঘালয় রিসোর্ট: ভাড়া ২৫০০টাকা।যোগাযোগ 01611080962
  • দার্জিলিং রিসোর্ট: ভাড়া ১৫০০-২০০০ টাকা। যোগাযোগ 01829919786 
  • সারা নীল কুটির: ভাড়া ২৫০০-৩০০০ টাকা।যোগাযোগ 01873249470 
  • এভারেস্ট রিসোর্ট: ভাড়া ২৫০০-৩০০০টাকা।যোগাযোগ 01644698081  ফেসবুক পেইজ
  • রয়েল সাজেক রিসোর্ট:ভাড়া ২০০০-৩০০০ টাকা।যোগাযোগ 01840477976  ফেসবুক পেইজ
  • সাজেক হিল ভিউ রিসোর্ট: ভাড়া ১৮০০-২৫০০ টাকা।যোগাযোগ 01878745843  ফেসবুক পেইজ

সাজেক আদিবাসী ঘর ভাড়া

আপনি যদি সাজেক গিয়ে কম খরচে থাকতে চান তাহলে আপনি চাইলে আদিবাসীদের ঘরেও থাকতে পারেন।এখানে জনপ্রতি ২০০-৩০০ টাকা দিলেই থাকা যায়।
আদিবাসীদের ঘর ফ্যামিলি বা কাপল থাকার জন্য আদর্শ নয় তবে বন্ধু বান্ধব নিয়ে একসাথে থাকতেই পারেন।

FAQ 

সাজেক দেখার মত কি কি আছে?

আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকে, তাহলে পুরো সাজেক আপনার কাছে ভালো লাগবে।তবে পর্যটকেরা সবচেয়ে বেশি পছন্দ করে কংলাক পাড়া,হেলিপ্যাড,রুইলুই পাড়া,রক গার্ডেন,লুসাই ভিলেজ ইত্যাদি।

ঢাকা থেকে সাজেক কিভাবে যাবো?

ঢাকা থেকে সাজেক যাওয়ার সবচেয়ে সহজ উপায় ঢাকা থেকে সরাসরি খাগড়াছড়ির দীঘিনালা যাবেন।এই জন্য আপনাকে শান্তি পরিবহনের বাস এ করে যেতে হবে। কারণ একমাত্র শান্তি পরিবহন এর বাস এই পর্যন্ত যায়।দীঘিনালা থেকে সাজেক গামি গাড়ি (চান্দের গাড়ি) গাড়ি ভাড়া করতে হবে।

কোন ঋতুতে সাজেক যাওয়া ভালো?

সারা বছর জুড়েই পর্যটকেরা সাজেক গিয়ে থাকেন তবে আপনি যেতে চাইলে বর্ষা শরৎ এবং হেমন্ত এই সময় গুলোতে যেতে পারেন।

শেষ কথা:

এই আর্টিকেলটির মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি সাজেক হোটেল বুকিং কি ভাবে দিবেন সেই সম্পর্কে। এ ছাড়া sajek hotel contact number সাজেক হোটেল বুকিং নম্বর শেয়ার করেছি।আসা করি আর্টিকেলটি সবার ভালো লেগেছে। সবার বিস্তারিত মতামত কোমেন্ট করে জানাবেন।নতুন আপডেট সবার আগে পেতে আমাদের গুগল নিউস ফলো করতে পারেন। 

ভ্রমণ টিপস ও সতর্কতা:

👉*যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না।সঠিক জায়গায় ময়লা ফেলবেন।সৈকতে দয়া করে প্লাস্টিক বা পলিথিন ফেলে আসবেন না।
👉*ছুটির দিন গুলোতে না গিয়ে অন্য দিনে গেলে কম খরচে থাকতে পারবেন।
👉*কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই দরদাম করবেন।
👉*ছুটির দিনে আগেই হোটেল এর  টিকিট করে রাখতে পারেন।
👉*দালালদের এড়িয়ে চলুন।
👉*সমুদ্রে নামার সময় সতর্কতা অবলম্বন করুন।

Warning!
🚨🚨বিশেষ সতর্কতা, এখানে যেসব খরচ উল্লেখ করা হয়েছে টা সময়ের সাথে পরিবর্তনশীল।তায় ভ্রমণের পূর্বে অবশ্যই বর্তমান ভাড়া ও খরচ হিসাব করে পরিকল্পনা করবেন। আমরা যেসব প্রতিষ্ঠানের নম্বর শেয়ার করে থাকি সেখানে কোনো প্রকার আর্থিক লেনদেন করার আগে নিজে থেকে তা যাচাই করে নিবেন।কোনো প্রকার আর্থিক ক্ষতি বা সমস্যা হলে telekiit24 দায়ী নয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
🚦📌📌টেলিকিট২৪.কম কোনো ফাইল স্ক্যান বা তৈরী করে না।আমরা যেসব ফাইল শেয়ার করি সেগুলো আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। আমাদের টিম সেগুলো সংগ্রহ করে আপনাদের জন্য শেয়ার করে। আমাদের ওয়েবসাইটে শেয়ার করা কোনো কন্টেন্ট সম্পর্কে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোনো প্রকার আপত্তি থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের মেইল করার ঠিকানা romanuzzaman@outlook.com🔅If any objections for our content, please email us directly: romanuzzaman@outlook.comFollow Us