সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম | পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবে ভিসা চেক করার নিয়ম-নতুন ওয়েবসাইট
বর্তমানে ইন্টারনেট আমাদের হাতে হাতে ।এখন প্রায় সব দেশের ভিসা অনলাইন এর মাধ্যমে চেক করা যাচ্ছে।তাছাড়া বর্তমান সময়টা প্রতারণার সময়।পদে পদে নানা ভাবে আমরা প্রতারিত হচ্ছি।এই প্রতারণার হাত থেকে বাঁচতে আমাদের ভিসা টি অরজিনাল নাকি জাল ভিসা সেটি যাচাই করা প্রয়োজন।
এছাড়া সৌদি ভিসা চেক করে আমরা ভিসার মেয়াদ,ভিসা টি কোন ধরনের এবং ভিসার স্পন্সর কোম্পানির নাম জানতে পারবো।
সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম | পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবে ভিসা চেক করার নিয়ম-নতুন ওয়েবসাইট |
সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম অনুযায়ী ভিসা হয়ে যাওয়ার পরেই সেটি যাচাই করে নেওয়া আবশ্যক।আমাদের ভিতরে অনেকেই বিভিন্ন কাজে সৌদি আরব যেয়ে থাকেন।সৌদি আরব যাওয়ার জন্য আমাদের ভিসার প্রয়োজন হয়।আর ভিসা হয়ে যাওয়ার পরে সেটি চেক করে নেওয়া প্রয়োজন।কিন্তু আমাদের ভিতরে অনেকেই সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে চায়।এখানে আপনি জানতে পারবেন কিভাবে খুব সহজেই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করা যায়।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
অনলাইন এ সৌদি আরবের ভিসা চেক করার জন্য https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
এই ওয়েবসাইট এ প্রবেশ করার পড়ে আপনি নিচের মত একটি ওয়েবসাইট দেখতে পারবেন।এই ওয়েবসাইট থেকেই আপনি আপনার সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন।
সৌদি আরবের ভিসা চেক করার নতুন নিয়ম - সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক শ্রমিক সৌদি আরব গিয়ে থাকে।শ্রমিক ছাড়াও অনেকে অনেক কাজে সৌদি আরবে গিয়ে থাকেন।কিন্তু কিছু অসাধু মানুষ নানা রকম প্রতারণার আশ্রয় নিয়ে আমাদের সহজ সরল মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে নিজেকে সচেতন হতে হবে ।এবং সৌদি আরবের ভিসা চেক করার নতুন নিয়ম সম্পর্কে জেনে আপনি নিজেই আপনার ভিসা সহজেই যাচাই করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক
সৌদি আরবের দূতাবাস আমাদের থেকে দূরে হলে আমরা অনলাইন থেকে আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের যাওয়ার ভিসা চেক করে নিতে পারি।
অনলাইন এ সৌদি আরবের ভিসা চেক করতে চাইলে আপনাকে প্রথমে সৌদি আরবের ভিসা চেক করার ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে।অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করার ওয়েবসাইট হচ্ছে https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData
ভিসা চেক করার ওয়েবসাইটে প্রবেশ করার পরে ওয়েবসাইটটি দেখবেন আরবীতে লিখা।একারণে আপনাদের বুঝার সমস্যা হতে পারে।এক্ষেত্রে উপরে কর্নারে দেখবেন E লেখা আছে।এই বাটনটিতে ক্লিক করলেই পুরো সাইট টি ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে।
সৌদি আরবের ভিসা চেক করতে কি লাগবে
সৌদি আরবের ভিসা চেক করার জন্য আপনাকে এখানে কিছু তথ্য দিতে হবে।তথ্যগুলো হলো -
- Passport Number- এখানে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে।
- Current Nationality - এখানে আপনি কোন দেশের নাগরিক সেটি দিতে হবে।এখানে আপনি বাংলাদেশ দিবেন।
- Visa Type - এখানে আপনার ভিসাটি কি ধরনের সেটি সিলেক্ট করতে হবে।
- Visa Issuing Authority - এখানে ভিসা টি কথা থেকে ইস্যু করা হয়েছে সেটি দিতে হবে।এখানে আপনি ঢাকা দিবেন।
এরপর এখানে একটি ক্যাপচা দেয়া থাকবে যেটি আপনাকে সঠিক ভাবে পূরণ করতে হবে।
আপনি এখানে সবকিছু সঠিক ভাবে পূরণ করলে আপনার সৌদি আরবের ভিসা সম্পূর্ণ তথ্য চলে আসবে।এক্ষেত্রে আপনার ভিসা টি অবশ্যই অনুমোদন হয়ে থাকতে হবে।
অনুমোদিত ভিসা চেক করার পড়ে আপনি আপনার ভিসার নাম্বার,অ্যাপ্লিকেশন নাম্বার,ভিসা স্পন্সর সহ সকল তথ্য দেখতে পারবেন।
সৌদি আরবের ভিসা বাংলা অনুবাদ করার নিয়ম
গুগল ট্রা্সলেটরের এর সাহায্যে খুব সহজেই আপনি সৌদি ভিসার বাংলা অনুবাদ করতে পারবেন।আপনি কোম্পানির নাম বা স্পন্সরের নাম জানার জন্য অথবা আপনি যে জায়গাটি অনুবাদ করতে চান সেটুকু কপি করে ট্রান্সলেটর এর মাধ্যমে সহজেই অনুবাদ করতে পারবেন।
সৌদি আরবের ভিসা কত প্রকার
আমরা যারা সৌদি আরব যাবো তারা অবশ্যই আগে জেনে নিবো সৌদি ভিসা কত প্রকার।প্রতিটি দেশের মতো সৌদি আরব বিভিন্ন ধরনের ভিসা দিয়ে থাকে।সৌদি আরবের ভিসা কত প্রকার টা নিচে দেওয়া হলো -
- সৌদি হজ ভিসা
- সৌদি আরবে কাজের ভিসা
- সৌদি আরবে ফ্যামিলি ভিসা
- সৌদি আরবে ট্যুরিস্ট ভিসা
- সৌদি আরবে স্টুডেন্ট ভিসা
- সৌদি আরবে ব্যাবসার ভিসা
FAQS
সৌদি আরবের ভিসা চেক করবো কিভাবে?
সৌদি আরবের ভিসা আপনি দুই ভাবে চেক করতে পারবেন। সৌদি ভিসা অফিস এ গিয়ে। ভিসা অফিস দূরে হলে অনলাইন থেকেও চেক করে নিতে পারবেন।
সৌদি ভিসা চেক করার ওয়েবসাইট কোনটি?
https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData এইটি হচ্ছে সৌদি আরবের ভিসা চেক করার ওয়েবসাইট।
সৌদি আরবের ভিসা কোম্পানি বা পেশা কিভাবে চেক করবো ?
ভিসা চেক ওয়েবসাইট থেকে ভিসা চেক করার পর আপনি ভিসায় স্পন্সর ও আপনার পেশা দেখতে পারবেন । এই লেখা গুলো আরবিতে থাকবে । বুঝতে না পারলে Google Translet করে নিতে পারেন ।
সৌদি ভিসা চেক করার সাইট বন্ধ দেখাছে কেন?
সৌদি ভিসার আগের সাইট বন্ধ । এখন নতুন সাইট থেকে আপনি আপনার ভিসা চেক করে নিতে পারবেন। নতুন সাইট হল https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData
শেষ কথা
আমাদের ভিতরে অনেকেই বিভিন্ন সময় প্রতারণার শিকার হয়ে থাকি ।তায় যারা দেশের বাইরে যাচ্ছেন তারা ভ্রমণের পূর্বে অবশ্যই আপনার ভিসা টি চেক করে নিবেন।বর্তমানে অনলাইন এ প্রায় সকল দেশের ভিসা চেক করা যায়।তায় ভিসা সঠিক আছে কি না,ভিসার ধরন ঠিক আছে কি না,পেশা ও কোম্পানির নাম,ভিসার মেয়াদ এই সব কিছু যাচাই করে নিবেন
এতক্ষণ আমি আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরব ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।আসা করি সকলেই বিষয়টি বুঝতে পেরেছেন।সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আর্টিকেল টি শেষ করি।সকলেই ভাল থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।