ডিজিটাল রঙিন তাহফিজ আমপারা পিডিএফ - Digital Color Tahfiz Ampara PDF Download
ডিজিটাল রঙিন তাহফিজ আমপারা
আলফাজ ও আয়াতের মাল্কসহ সিলেবাস ভিত্তিক ৯০টি পর্বে ৩ মাসের কোর্স করুন।
সংকলনে
আন্তর্জাতিক মানের নুরানী, নাজেরা ও হিফজ মাদরাসা শিক্ষা সিলেবাসের সম্মানিত প্রবর্তক বিশ্ববিজয়ী হাফেজ গড়ার সফল কারিগর
শায়েখ নেছার আহমাদ আন নাছিরী
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান : মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ। প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল : মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা।
প্রকাশনায়
মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ
সাইবোর্ড, যাত্রাবাড়ী, ঢাকা। মোবাইল: ০১৮৫৬-১৭৬৪৮২
লেখকের কলাম
থেকে শায়েখ নেছার আহমাদ আন নাছিরী
মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে। যিনি আমাকে প্রায় দুই যুগ ধরে কুরআনের খেদমতে নিয়োজিত রেখেছেন। আমাদের দেশে রয়েছে। অসংখ্য নুরানী, নাজেরা ও হিফজ মাদরাসা। কুরআন শিক্ষা করা ও হিফজ করার জন্য চলছে নিরলস মেহনত। তারপরেও শতভাগ বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা অর্জন থেকে আমরা পিছিয়ে আছি আরবদের তুলনায়। অথচ হাদিসের মধ্যে আরবদের মতো তিলাওয়াত করার নির্দেশ এসেছে। আল্লাহ তায়ালা নিজেই তারতিলের সাথে কুরআনুল কারীমকে তিলাওয়াত করার নির্দেশ করেছেন। নামাজের মধ্যে অশুদ্ধ তিলাওয়াতের দ্বারা নামাজ নষ্ট হওয়াসহ আল্লাহ তায়ালার পক্ষ থেকে লা'আনাতের কথাও এসেছে। বর্তমান প্রেক্ষাপটে সবকিছু উন্নতির দিকে ধাবিত হচ্ছে, এমনকি বাংলাদেশের কিছু হাফেজগণও পিছিয়ে নেই আরব দেশের হাফেজদের তুলনায়। এতদাসত্বেও সঠিক পদ্ধতিতে পাঠদান না করানোর কারনে অধিকাংশ শিক্ষার্থীরা অশুদ্ধ তিলাওয়াত শিখতেছে এবং অনেক সময় অপচয় হচ্ছে। বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিখতে হলে প্রথমে আমপারা অর্থাৎ ৩০ নাম্বার পারাটা ভালো করে শিক্ষা করা আবশ্যক।
তাই আমি দীর্ঘদিন মেহনত ও গবেষনা করে ডিজিটাল তাহফিজ। আমপারা সংকলন করেছি। উক্ত আমপারার মধ্যে শব্দ শব্দ অনুযায়ী সুরা দুহা থেকে। নাস পর্যন্ত সাজিয়েছি। যাতে করে মাশকের মাধ্যমে শিক্ষক পড়াতে পারে এবং সহজে। শিক্ষার্থীরা পড়তে পারে। অনেক সময় দেখা যায় শিক্ষক সংকট অথবা মান সম্মত। শিক্ষক না পাওয়ার কারনে শিক্ষার্থীরা সঠিক সময়ে বিশুদ্ধ তিলাওয়াত থেকে বঞ্চিত। থেকে যায়। তাই ডিজিটাল তাহফিজ আমপারাটি শিক্ষক ছাড়াই ডিজিটাল কুরআনিক পেনের মাধ্যমে বিশ্বের উল্লেখযোগ্য কারিদের তিলাওয়াত শুনে শুনে তাদের মতো তিলাওয়াত শিখতে পারবে। এই আমপারা তিন মাসে শিক্ষা-অর্জন করার জন্য ৯০টি পর্ব আকারে সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে। এবং ডিজিটাল কুরআনিক পেন ছাড়াও স্বাভাবিক ভাবে পড়া যাবে। অতএব, আমি সকলকে ডিজিটাল তাহফিল আম- পারা পড়ার জন্য আহবান করছি এবং সকলের নিকট এই দোয়া কামনা করছি। যাতে আমাকে আল্লাহ তায়ালা মৃত্যু পর্যন্ত কুরমানের খেদমতে নিয়োজিত রাখেন এবং কুরআনের সামান্য খেদমতটুকু আল্লাহ তায়ালা কবুল করে নেন
দোয়ার মুহতাজ
নেছার আহমাদ আন নাছিরী
সাইনবোর্ড, যাত্রাবাড়ী ঢাকা
ডিজিটাল তাহফিজ আমপারার প্রয়োজনীয়তা
উস্তাজুল হুফফাজ শায়েখ হাফেজ ক্বারী আব্দুল হক (দা: বা:)
আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা কুরআন তিলাওয়াত কারীর জন্য সু-সংবাদ রেখেছেন। বিশুদ্ধ তিলাওয়াতের গুরুত্ব অপরিসীম এবং হাদিস শরীফের মধ্যে অশুদ্ধ তিলাওয়াত কারীর জন্য অভিশাপের কথা বলা হয়েছে। আল্লাহ তায়ালা কুরআন শরীফকে যেভাবে নাজিল করেছেন সেভাবে আমাদের তিলাওয়াত শিক্ষা করা জরুরী। তাই সহি তিলাওয়াত শিক্ষা গ্রহন করা এবং সহি তিলাওয়াত শিক্ষা দান করানো উচিত। বর্তমানে সিলেবাস ভিত্তিক মাশকের পদ্ধতিতে পাঠদান না করানোর কারণে অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও শিক্ষার্থীরা তারতিলের সাথে তিলাওয়াত করতে সক্ষম হচ্ছে না। এই অবস্থার মধ্যে সহি তিলাওয়াত শেখার জন্য একটি পূর্ণাঙ্গ সিলেবাস ভিত্তিক মাশকের পদ্ধতিতে ডিজিটাল আমপারার প্রয়োজনীয়তা ছিলো। আল্লাহ দরবারে শুকরিয়া। আদায় করছি এই প্রতিকূল অবস্থার মধ্যে স্বল্প সময়ে বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা ও শিখানোর জন্য মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন থেকে আমরা প্রিয় হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী সিলেবাস ভিত্তিক মাশকের পদ্ধতিতে ডিজিটাল তাহফিজ আমপারা সংকলন করেছে। আমি আরও আশ্চর্য হলাম তখন, যখন দেখলাম এই আমপারা শিক্ষক ব্যতীত নিজে নিজে ডিজিটাল কুরআনিক পেনের মাধ্যমে বিশ্ব বিখ্যাত হাফেজদের তিলাওয়াত শুনে শুনে আরবদের মতো তিলাওয়াত শিখতে পারবে।
অতএব, আমি সকলকে আহবান করবো এই ডিজিটাল তাহফিজ আমপারাটি পড়া/পড়ানোর জন্য। আমার ধারনা এই আমপারাটি পড়া/পড়ানোর কারনে। স্বল্প সময়ে সকলে বিশুদ্ধ কুরআন শিখতে পারবেন। এবং এই আমপারাটির লেখক ও পড়নেওয়ালা সকলের জন্য কবুলিয়াত কামনা করতেছি।
হাফেজ ক্বারী আব্দুল হক
ডিজিটাল রঙিন তাহফিজ আমপারা পিডিএফ ডাউনলোড লিংক - Digital Color Tahfiz Ampara PDF Download লিংক
ডিজিটাল তাহফিজ আমপারা ডাউনলোড করার জন্য এখানে দেওয়া ডাউনলোড লিংকে ক্লিক করুন এবং ২০ সেকেন্ড অপেক্ষা করুন।২০ সেকেন্ড শেষ হলে ডাউনলোড লিংক পেয়ে যাবেন।
আমাদের ওয়েবসাইট থেকে কোনো ফাইল ডাউনলোড করতে কোনো রকম সমস্যা হলে বা কোনো লিংক কাজ না করলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান।
✏️✏️আমরা কোনো ফাইল তৈরী বা স্ক্যান করি না। আমাদের ওয়েবসাইট যেসব ফাইল শেয়ার করা হয় সেগুলো আগে থেকেই অনলাইন এ রয়েছে। আমরা সেগুলো সংগ্রহ করে শুধু মাত্র আমাদের ওয়েবসাইট এ শেয়ার করি। আমাদের শেয়ার করা কনটেন্ট সম্পর্কে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোনো আপত্তি থাকলে আমাদেরকে সরাসরি জানাতে পারেন। আমাদের মেইল করার ঠিকানা romanuzzaman@outlook.com
শেষ কথা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের সাথে ডিজিটাল তাহফিজ আমপারা শেয়ার করেছি। পোস্টটি তোমাদের কাছে ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো।
Add Comment
comment url