ডিজিটাল রঙিন তাহফিজ কায়দা পিডিএফ - Dijital Color Tahfiz Kayda PDF Download
ডিজিটাল রঙিন তাহফিজ কায়দা
মাখরাজের চিত্রসহ মাশকের পদ্ধতিতে সিলেবাস ভিত্তিক ৯০টি পর্বে ৩ মাসের কোর্স
নূরানী, মোক্তব এবং জেনারেল শিক্ষার্থীদের জন্য তিন - মাসে ৯০টি পর্ব আকারে সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে। এই কায়দাটি মাদরাসা, স্কুল-সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পারবেন। মাখরাজের চিত্রসহকারে মাশক্কের পদ্ধতিতে সিলেবাস ভিত্তিক ডিজিটাল তাহফিজ কায়দা (৯০টি পর্বে ৩ মাসের কোর্স)
লেখক-
আন্তর্জাতিক মানের নুরানী, নাজেরা ও হিফজ মাদরাসা শিক্ষা সিলেবাসের সম্মানিত প্রবর্তক বিশ্ববিজয়ী হাফেজ গড়ার সফল কারিগর
শায়েখ নেছার আহমাদ আন নাছিরী
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ। প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল : মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা।
প্রকাশনায়
মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশ স্থায়ী ক্যাম্পাস: সাইবোর্ড, যাত্রাবাড়ী, মেইনরোড সংলগ্ন, ঢাকা। মোবাইল: ০১৮৫৬-১৭৬৪৮২
লেখকের কলাম থেকে
শায়েখ নেছার আহমাদ আন নাছিরী
মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের দরবারে। যিনি আমাকে প্রায় দুই যুগ ধরে কুরআনের খেদমতে নিয়োজিত রেখেছেন। দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে সবচেয়ে বেশি তিনটি বিষয়ে শূন্যতা উপলব্ধি করেছি।
১. সিলেবাস ভিত্তিক না পড়ানোর কারনে শিক্ষার্থী/অভিভাবকদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। ২. মাখরাজের স্থান থেকে হরফগুলো সিফাত সহকারে উচ্চারন না শিখানোর কারনে ও তাজভীদ অনুযায়ী মাশকু না করানোর কারনে শিক্ষার্থীরা অশুদ্ধ তেলাওয়াত শিখছে। ৩. নুরানি মক্তবের শিক্ষার্থীরা স্বল্প সময় মাদরাসায় অবস্থান করে, বাকী সময়ে তারা বাসায় থেকে পড়াশুনা করে। এবং বাসায় থাকাকালীন অবস্থায় একা একা পড়তে গিয়ে ভুল পড়ে। অথচ আল্লাহ তায়ালা নিজেই তারতিলের সাথে কুরআনুল কারীমকে তিলাওয়াত করার নির্দেশ করেছেন। নামাজের মধ্যে অশুদ্ধ তিলাওয়াতের দ্বারা নামাজ ফাসেদ হওয়াসহ আল্লাহ তায়ালার পক্ষ থেকে লা'নতের কথাও এসেছে। বর্তমান প্রেক্ষাপটে সবকিছু উন্নতির দিকে ধাবিত হচ্ছে, এমনকি বাংলাদেশের হাফেজগনও পিছিয়ে নেই আরব দেশের হাফেজদের তুলনায়। এতদাসত্বেও সঠিক পদ্ধতিতে পাঠদান না করানোর কারনে অধিকাংশ শিক্ষার্থীরা অশুদ্ধ তিলাওয়াত শিখছে এবং সময়ও অনেক অপচয় হচ্ছে। তাই আমি দীর্ঘদিন চিন্তিত ছিলাম কিভাবে এই সঙ্কট কাটানো যায়। আর এই চিন্তা চেতনার ভিত্তিতেই রচিত করা হয়েছে মাখরাজের চিত্র ও তাজভীদ অনুযায়ী মাশ- কুসহ তিন মাসে ৯০টি কোর্স অনুযায়ী ডিজিটাল তাহফিজ কায়দা। এই কায়দা পড়া ও পড়ানোর মাধ্যমে স্বল্প সময়ে বিশুদ্ধ তিলাওয়াত শিখতে পারবে। ডিজিটাল কুরআনিক পেনের মাধ্যমে শিক্ষার্থীরা বাসায় একা একা পড়তে পারবে। এবং ডিজিটাল কুরআনিক পেন ছাড়াও স্বাভাবিক ভাবে পড়া যাবে। অতএব, আমাকে আল্লাহ তায়ালা যেন মৃত্যু পর্যন্ত কুরআনের খেদমতে নিয়োজিত রাখেন এবং কুরআনের সামান্য খেদমতটুকু আল্লাহ তায়ালা কবুল করে নেন।
সকলের নিকট এই দোয়া কামনা করছি।
দোয়ার মুহতাজ নেছার আহমাদ আন নাছিরী
সাইনবোর্ড, যাত্রাবাড়ী ঢাকা
ডিজিটাল তাহফিজ কায়দার প্রয়োজনীয়তা
উস্তাজুল হুফফাজ শায়েখ হাফেজ ক্বারী আব্দুল হক (দা: বা:)
আলহামদুলিল্লাহ,
আল্লাহ তায়ালার পক্ষ থেকে সু-সংবাদ এসেছে কুরআন তিলাওয়াতকারীর জন্য। বিশুদ্ধ তিলাওয়াত কারীর জন্য রয়েছে অসংখ্য নেকির ভান্ডার। আমাদের দেশে অনেক নুরানি মক্তব মাদরাসা রয়েছে কুরআন শিক্ষার জন্য। তার পরেও অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে, বছরের পর বছর এ সকল প্রতিষ্ঠানে পড়ার পরেও অধিকাংশ শিক্ষার্থীরা শুদ্ধ করে কুরআন তিলাওয়াত করতে পারে না। অথচ মুসলমান হিসেবে আমাদের সকলের সহি করে কুরআন শিক্ষা অর্জন করা দরকার। কারন নামাজের মধ্যে ক্বেরাত পড়া ফরজ এবং নামাজ ভঙ্গের কারন সমূহের মধ্যে সর্বপ্রথম কারন হচ্ছে ক্বেরাত অশুদ্ধ পড়া। স্বল্প সময়ে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে মাখরাজের চিত্রসহ আরবী ২৯ টি হরফকে শিক্ষা করা এবং তাজভিদ অনুযায়ী মাশকু করা। বাংলাদেশে অসংখ্য কায়দা থাকলেও এই পদ্ধতিতে কোন কায়দা বাংলাদেশে নেই। এই প্রতিকূল অবস্থার মধ্যে আমার প্রিয় হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী আমার কাছে একটি ডিজিটাল তাহফিজ কায়দা নিয়ে উপস্থিত হয়। আমি কায়দাটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে মুগ্ধ হই। কারন কায়দাটির মধ্যে আরবী ২৯টি হরফের মুখের চিত্র, তাজভীদ অনুযায়ী মাশকু এবং ডিজিটাল কুরআনিক পেনের মাধ্যমে একা একা কুরআন শিক্ষার জন্য আধুনিক এ পদ্ধতি দেখে আমি আসলেই অনেক খুশি হই। আমি দিল থেকে তার জন্য দোয়া করি যাতে এ ধরনের কুরআনের খেদমত সে জাতিকে আঞ্জাম দিয়ে যেতে পারে।
অতএব, আমি সকলকে আহবান করবো এই ডিজিটাল তাহফিজ কায়দাটি পড়া ও পড়ানোর জন্য। আমার ধারনা এই কায়দাটি পড়া ও পড়ানোর মাধ্যমে স্বল্প সময়ে সকলে বিশুদ্ধ কুরআন শিখতে পারবেন। এবং এই কায়দাটির লেখক ও পড়নেওয়ালা সকলের জন্য কবুলিয়াত কামনা করছি।
হাফেজ ক্বারী আব্দুল হক।
ডিজিটাল রঙিন তাহফিজ কায়দা পিডিএফ - Dijital Color Tahfiz Kayda PDF Download link
এখান থেকে ডিজিটাল রঙিন তাহফিজ কায়দা পিডিএফ ডাউনলোড করুন
ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অথবা কোনো লিংক কাজ না করলে আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা লিংকটি দ্রুত ঠিক করে দিবো।
✏️আমরা কোনো ফাইল তৈরী বা স্ক্যান করি না। আমাদের ওয়েবসাইটে যেসব ফাইল শেয়ার করা হয় সেগুলো আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। আমরা সেগুলো সংগ্রহ করে আমাদের ওয়েবসাইটে শেয়ার করি। আমাদের শেয়ার করা কনটেন্ট সম্পর্কে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোনো আপত্তি থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের মেইল করার ঠিকানা romanuzzaman@outlook.com
শেষ কথা
সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ডিজিটাল রঙিন তাহফিজ কায়দা পিডিএফ - Dijital Color Tahfiz Kayda PDF শেয়ার করেছি। আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লাগলো। আমাদের কমেন্ট করে জানাবেন। আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আমাদের পোস্টগুলো সম্পর্কে নিয়মিত আপডেট পেতে আমাদেরকে ফেইসবুক ও গুগল নিউজে ফলো করুন।