২০২৪ সালের নবম শ্রেণির সব বই pdf - NCTB Books of class 9 2024

সুপ্রিয় নবম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা আস্সালামুআলাইকুম, আজকে আপনাদেরকে আমার আরেকটি নতুন পোস্টে স্বাগতম।৯ম শ্রেণির সবগুলো বই পিডিএফ আকারে আপনি কি পেতে চান?

নতুন কারিকুলাম অনুযায়ী ২০২৪ সালের NCTB প্রনীত বইগুলো পিডিএফ ভার্শন আকারে আপনি কি পেতে চান? অথবা নবম শ্রেণির নতুন কারিকুলামের সকল বই এর তালিকা কি আপনি দেখতে চান?২০২৪ সালের নবম শ্রেণির বইয়ের তালিকা সম্পর্কে জানতে চান?

তাহলে এই পোস্টটি আপনার জন্য একটি সঠিক পোস্ট হতে চলেছে।আমি আপনাদের জন্য এই পোস্টে নতুন কারিকুলামের নবম শ্রেণির সকল বইয়ের পিডিএফ শেয়ার করেছি।

আসা করছি সম্পূর্ণ পিসত্যি আপনারা সকলেই মনোযোগ সহকারে পড়বেন। সাথে আপনার কাছে পোস্টটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।তাহলে চলুন শুরু করা যাক।

নতুন কারিকুলাম ২০২৪ সালের নবম শ্রেণির বই পিডিএফ ডাউনলোড

শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছো যে ২০২৪ সাল থেকে ৯ম ও ১০ম শ্রেণিতে আর কোনো বিভাগ থাকছে না। এখন পর্যন্ত নবম এবং দশম শ্রেণিতে একই বই পড়তে হতো। এবং কয়েকটি বিভাগ ছিল। কিন্তু ২০২৪ সাল থেকে নবম এবং দশম শ্রেণিতে কোনো বিভাগ থাকবে না এবং বইগুলো হবে আলাদা।
এখন থেকে নবম শ্রেণির সকল শিক্ষার্থী একই বই পড়বে এবং দশম শ্রেণির বই হবে আলাদা। এই কারণে আমি এই পোস্টে আপনাদের জন্য নবম শ্রেণির সবগুলো বই পিডিএফ আকারে শেয়ার করেছি।
নবম শ্রেণির সকল বই পিডিএফ ২০২৪ | Class 9 All Book PDF 2024
এর ফলে আপনারা বইগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা পাবেন পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকে বইগুলো ডাউনলোড করে আপনাদের পড়াও শুরু করে দিতে পারবেন।
নবম শ্রেণির সব গুলো বইয়ের পাশাপাশি আমাদের ওয়েবসাইট এ দশম শ্রেণির সকল বইও শেয়ার করা হবে। এছাও আমাদের ওয়েবসাইট এ অন্যান্য সকল শ্রেণির বইগুলো পেয়ে যাবেন। তাই আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।

২০২৪ সালের নতুন কারিকুলাম অনুযায়ী নবম ও দশম শ্রেণির বইয়ের তালিকা

১. বাংলা
২. ইংরেজি
৩. বিজ্ঞান অনুশীলনী
৪. বিজ্ঞান অনুসন্ধানী
৫. গণিত
৬. শিল্প ও সংস্কৃতি
৭. স্বাস্থ্য সুরক্ষা
৮. ডিজিটাল প্রযুক্তি
৯. ইতিহাস ও সামাজিক বিজ্ঞান
১০. জীবন ও জীবিকা
১১. ইসলাম শিক্ষা
NCTB ২০২৪ প্রনীত এবং নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণির বইয়ের তালিকায় ১১ টি বই রয়েছে। এবং তালিকাতে দেওয়া বইগুলো আপনাদের পড়তে হবে।
আপনাদের ভিতরে অনেকেই জানতে চেয়েছিলো নতুন কারিকুলামে নবম শ্রেণির বইগুলো কি কি এই জন্য উপরের তালিকায় নবম শ্রেণির বইয়ের নাম দেওয়া হয়েছে।

৯ম শ্রেণির সকল বই পিডিএফ ডাউনলোড ২০২৪ সাল

আমরা উপরে নবম শ্রেণির সকল বইয়ের নাম সহ তালিকা আলোচনা করেছি। আপনাদেরকে ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে এই তালিকায় উল্লেখ করা বইগুলোই পড়তে হবে। এবং এই বিষয়গুলো আপনাদের নবম শ্রেণির সিলেবাসে থাকবে।
নিচের টেবিল এ দেওয়া ডাউনলোড লিংক থেকে আপনি আপনার যে বইটি প্রয়োজন সেটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

ক্রমিক নং বিষয় ডাউনলোড লিঙ্ক
বাংলা PDF
ইংরেজি PDF
বিজ্ঞান অনুসন্ধানী PDF
গণিত PDF
শিল্প ও সংস্কৃতি PDF
স্বাস্থ্য সুরক্ষা PDF
ডিজিটাল প্রযুক্তি PDF
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান PDF
জীবন ও জীবিকা PDF
১০ ইসলাম শিক্ষা PDF
এখানে দেওয়া ডাউনলোড লিংক গুলো থেকে ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অথবা কোনো লিংক কাজ না করলে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা সেটি দ্রুত ঠিক করে দিবো।
আসা করা যায় উপরে দেওয়া ডাউনলোড লিংক থেকে নবম শ্রেণির সকল বই এর পিডিএফ আপনারা খুব সহজেই ডাউনলোড করতে পেরেছেন।

২০২৪ সালের নবম শ্রেণির পরীক্ষা কিভাবে হবে

শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ২০২৪ সাল থেকে নতুন কারিকুলাম এর নোটিস অনুযায়ী ২০২৪ সাল থেকে এসএসসি পরীক্ষার আগে কোনো পাবলিক পরীক্ষা হবে না।২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে বার্ষিক মূল্যয়ন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
এছাড়াও যে কোনো বিষয়ে সবসময় আপডেট থাকতে আমাদের ফেইসবুক পেজ এ ফলো করুন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।

শেষ কথা

প্রিয় পাঠকগণ, আজকে আমি আপনাদের সাথে ২০২৪ সালের নবম শ্রেণির বই পিডিএফ আকারে শেয়ার করেছি। আমাদের পোস্ট গুলো সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন মতামত আমাদেরকে কমেন্ট করে জানান।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্টটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
🚦📌📌টেলিকিট২৪.কম কোনো ফাইল স্ক্যান বা তৈরী করে না।আমরা যেসব ফাইল শেয়ার করি সেগুলো আগে থেকেই ইন্টারনেটে রয়েছে। আমাদের টিম সেগুলো সংগ্রহ করে আপনাদের জন্য শেয়ার করে। আমাদের ওয়েবসাইটে শেয়ার করা কোনো কন্টেন্ট সম্পর্কে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কোনো প্রকার আপত্তি থাকলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের মেইল করার ঠিকানা romanuzzaman@outlook.com🔅If any objections for our content, please email us directly: romanuzzaman@outlook.comFollow Us